Saturday, June 22, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMathabhanga | ঝাঁ চকচকে রেস্তোরাঁয় বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ খাবারের উপকরণ,...

Mathabhanga | ঝাঁ চকচকে রেস্তোরাঁয় বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ খাবারের উপকরণ, সতর্ক করল মাথাভাঙ্গা পুরসভা   

মাথাভাঙ্গাঃ মাথাভাঙ্গা শহরে বেশ পসার জমিয়েছে বেশ কয়েকটি ঝাঁ চকচকে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে সেখানে গ্রাহকদের দেওয়া হচ্ছে বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ দিয়ে তৈরি হচ্ছে রকমারি খাবার। গ্রাহকরাও না জেনেই দাম দিয়ে সেই সব খাবার খেয়ে নিচ্ছেন অবলিলায়। খবর পেয়ে এমনই বেশ কয়েকটি রেস্তোরাঁতে হানা দিলেন মাথাভাঙ্গা পুরসভার কর্মীরা। একইভাবে তাঁরা হানা দিয়েছেন মাথাভাঙ্গা ইমিগ্রেশন রোডের একটি নামি মিষ্টির দোকানে। সেখানেও মিলল মেয়াদ উত্তীর্ণ মিল্ক পাউডারের বস্তা ও মিষ্টি তৈরির রংয়ের কৌটো।

জানা গিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বুধবার শহরের ৩টি রেস্তোরাঁ এবং একটি মিষ্টির দোকানের কারখানায় হানা দেয় পুরসভার ফুড সেফটি অফিসার, মেডিকেল অফিসার, ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টর। সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক।

এদিন অভিযান রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের কারখানা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। রেস্তোরাঁয় গিয়ে দেখেন সেখানে রয়েছে খাবার তৈরীর বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ। সেগুলোকে বাজেয়াপ্ত করার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাদ্য উপকরণগুলি পুরসভার পক্ষ থেকে নর্দমায় ফেলে দেওয়া হয়। এই রেস্তোরার মালিককে পুরসভার পক্ষ থেকে নোটিশ ধরানো হয়েছে জানিয়েছেন চেয়ারম্যান। তবে সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান, এর আগেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। এদিন ফের সতর্ক করে তাদের নোটিশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। একই অপরাধ করা সত্ত্বেও এবার কেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করল না মাথাভাঙ্গা পুরসভা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim Tourism | আবহাওয়ায় নজর রেখে অনুমতি পর্যটকদের, বিপদ এড়াতে চাইছে সিকিম

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রবল তুষারপাত (Heavy Snowfall) অথবা ধসের (Landslide) জেরে পর্যটকদের আটকে পড়া নতুন ঘটনা নয় উত্তর সিকিমে। ফি বছরই এমন ঘটনা ঘটে।...

Harischandrapur | কৃষক বন্ধুর টাকা ঢুকছে ভুয়ো অ্যাকাউন্টে! অভিযোগ পেলে তদন্তের আশ্বাস কৃষি আধিকারিকের...

0
হরিশ্চন্দ্রপুরঃ এবারে রাজ্য সরকারের কৃষক বন্ধুর টাকা প্রদান নিয়ে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এল। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় কৃষক বন্ধুর টাকা নাবালকদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে।...

Sheikh Hasina | গার্ড অফ অনার হাসিনাকে, রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন সফরে যাওয়ার আগে দুদিনের জন্য ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত...

Alipurduar | বৃষ্টিই ‘আশীর্বাদ’, জল সংরক্ষণ করে ব্যবহারের নজির আলিপুরদুয়ারের স্কুলে

0
আলিপুরদুয়ার: লাগাতার সাতদিন ধরে বৃষ্টি চলছে আলিপুরদুয়ারে (Alipurduar)। ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় জলে টইটুম্বুর। সাধারণ মানুষ জলবন্দি। বেশ কয়েক জায়গায় নদীর বাঁধ, রাস্তা...
Blade-Fencing-Wire

Elephant | হাতির করিডরে ব্লেডতার, নির্বিকার বন দপ্তর

0
শুভদীপ শর্মা, ক্রান্তি: হাতির করিডরে ব্লেডতার! বৈকুণ্ঠপুর বন বিভাগের (Baikunthapur Forest) আপালচাঁদ রেঞ্জের (Apalchand Range) ফুলঝোরা বিটের একেবারে লাগোয়া হাতির (Elephant) করিডর বলে পরিচিত...

Most Popular