রাজ্য

সারের কালোবাজারি রুখতে বৈঠক কৃষি দপ্তরের

বালুরঘাট: সারের দাম নিয়ন্ত্রণ ও কালোবাজারি রুখতে বালুরঘাট ব্লকের সার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ব্লক কৃষি আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেল বৈঠক অনুষ্ঠিত হয় বালুরঘাটে জেলা কৃষি ভবনে। এদিন বালুরঘাট ব্লকের প্রায় ৫০ জন সার ব্যবসায়ীকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক সুবোধ কুন্ডু, বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক তনয় সাহা। মূলত এই সময় সারের দাম বৃদ্ধির প্রবণতা থাকে। এছাড়াও রবিশস্য চাষে সারের কালো বাজারির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সারের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে এই সব নিয়েই সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি আধিকারিকরা। এছাড়াও কৃষকদের সচেতনতা করতে বলা হয় সার ব্যবসায়ীদের৷

এর পাশাপাশি সারের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সার ব্যবসায়ীদের ডেকে সতর্ক করল বালুরঘাট ব্লক কৃষি দপ্তর। বর্তমানে এনপিকে সারের চাহিদা সব থেকে বেশি। এই সারের ক্ষেত্রেই দাম বৃদ্ধি পাচ্ছে। তাই ওই সারের পরিবর্তে এনপিকে বিকল্প সার বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে। এনিয়ে কৃষকদেরকেও সচেতন করতে গ্রামে গ্রামে লিফলেটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বালুরঘাট ব্লক কৃষি দপ্তরের তরফে বালুরঘাটের ১১টি গ্রাম পঞ্চায়েতের নানা জায়গায় সারের দাম বৃদ্ধি নিয়ে অভিযান চালানো হয়। সেই অভিযানে ইতিমধ্যেই ৪ জনকে শোকজ করা হয়েছে। আগামী দিনেও সারের দাম নিয়ন্ত্রণে রাখতে লাগাতার অভিযান চালানো হবে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে।

এবিষয়ে বালুরঘাট ব্লক কৃষি অধিকর্তা তনয় সাহা বলেন, রবি মরশুমে সারের দাম বৃদ্ধি নিয়ে নানা জায়গা থেকে অভিযোগ আসে। তাই দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে আজ সার ব্যবসায়ীদের ডেকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যে সারগুলি চাহিদা বেশি রয়েছে। সেই সারের পরিবর্তে বিকল্প সার বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। এনিয়ে কৃষকদেরকেও নানাভাবে সচেতন করা হচ্ছে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

ইতিহাস ও বিজ্ঞানের বুদ্ধপূর্ণিমা

  দেবাশীষ সরকার ‘যিনি আলোক প্রাপ্ত, আমি সেই বুদ্ধের শরণ প্রার্থনা করি।’ একটা বিরাট সাদা…

3 mins ago

Rishi Sunak | ৪ জুলাই ব্রিটেনে ভোট, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নির্বাচনি ময়দানে ঋষি সুনাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ব্রিটেনে সাধারণ নির্বাচন(Uk General Election) কবে হবে, তা…

5 mins ago

Nandigram | রক্তাক্ত নন্দীগ্রাম! খুন মহিলা বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই রক্তাক্ত নন্দীগ্রাম (Nandigram)। বিজেপির এক মহিলা কর্মীকে (BJP) কুপিয়ে…

42 mins ago

Siliguri | অমৃত ভারত প্রকল্পে এসকেলেটর-লিফট পেতে চলেছে শিলিগুড়ি জংশন

শিলিগুড়ি: শিলিগুড়ি জংশন(Siliguri Junction) পেতে চলেছে এসকেলেটর এবং লিফট। এছাড়াও লিফট চালু হতে চলেছে বাগডোগরা…

1 hour ago

Election Commission | জাতি-ধর্ম-বর্ণ নিয়ে প্রচার নয়! কংগ্রেস-বিজেপিকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝেই কংগ্রেস-বিজেপিকে সতর্ক করল নির্বাচন কমিশন (Election Commission)। দেশের…

2 hours ago

Weather Update | ফের আবহাওয়া বদল, তীব্র গরমে পুড়বে উত্তরবঙ্গ?

শিলিগুড়ি: ফের আবহাওয়ার ভোলবদল। ২৪ ঘণ্টার মধ্যে উত্তরের(North Bengal) হাওয়া বদল। বুধবারই সকালের বৃষ্টি এবং…

2 hours ago

This website uses cookies.