Exclusive

Cooch Behar | রাস্তার কাজে ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ, জল ছেটানোর দাবি

মেখলিগঞ্জ: গত বছরের নভেম্বর মাসের শেষে শুরু হয়েছে মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা সড়ক চওড়া করা ও মেরামতের কাজ। দ্রুতগতিতে চলছে  কাজ। কিন্তু কাজের ফলেই সৃষ্টি হওয়া ধুলো থেকে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। এমনকি ধুলোর সমস্যার কারণে দিনের বেলাতেও দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকার মানুষকে। সাধারণ মানুষের অভিযোগ, নিয়মিত রাস্তার কাজ চললেও জল নিয়মিত দেওয়া হচ্ছে না। কোনওদিন  একবার, কোনওদিন দু’বার জল দেওয়া হচ্ছে। আবার কোনওদিন জলই দেওয়া হচ্ছে না রাস্তায়। ধুলোর সমস্যা এখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ধুলোর সমস্যার কারণে পথচারী, সাইকেল, বাইক (Bike), স্কুটি (Scooty)  ও টোটোচালকরা অতিষ্ঠ। দিনে অন্তত তিনবার রাস্তায় জল দিলে এই সমস্যা অনেকটাই কমবে বলে বক্তব্য স্থানীয়দের। সেই সঙ্গে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবিও তোলা হয়েছে। এই ধুলোর জন্য অনেকে শ্বাসকষ্টে ভুগছেন।

মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকার বাসিন্দা গণেশ ওরাওঁ বলেন, ‘বাড়ির সর্বত্র ধুলো জমেছে। দিনের বেলা দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। জানলা-দরজা খুললেই ধুলো ঘরের ভেতরে আসছে। বাড়ির শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট হচ্ছে। দিনে অন্তত তিনবার জল দেওয়া দরকার। তাহলে ধুলোর সমস্যা অনেকাংশে মিটবে।’

মেখলিগঞ্জ কলেজপাড়ার জনৈক অরবিন্দ জোয়ারদার বলেন, ‘ফাস্ট ফুডের (Fast Food) দোকানের আয়ে সংসার চলে। রাস্তার মাঝে দোকান। রাস্তার কাজ চলছে। উড়ছে ধুলো। দোকান চালাতে সমস্যা হচ্ছে। কোনওদিন একবার কোনওদিন দু’বার জল দিচ্ছে ঠিকাদার। তাই সমস্যা কমছে না। দিনে অন্তত তিনবার জল দিলে সমস্যা মিটবে।’ তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিতকুমার দাস বলেন, ‘বিষয়টির খোঁজ নিচ্ছি। ঠিকাদারকে নিয়মিত জল দিতে বলব।’

উল্লেখ্য চ্যাংরাবান্ধা থেকে মেখলিগঞ্জ হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল। একাধিক জায়গায় পাথর ও পিচ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার অবস্থা হয়েছিল। হলদিবাড়ি ও মেখলিগঞ্জ ব্লকের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। কোচবিহার জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, এই রাস্তাটি আরও চওড়া ও মজবুত করার জন্য প্রায় ২১ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন (Bridge Construction) ডিভিশন কাজটি করছে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজ শেষ হলে চলাচল সমস্যা থাকবে না।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

5 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

6 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

6 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

6 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

6 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

6 hours ago

This website uses cookies.