Sunday, April 28, 2024
HomeExclusiveCooch Behar | রাস্তার কাজে ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ, জল ছেটানোর দাবি

Cooch Behar | রাস্তার কাজে ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ, জল ছেটানোর দাবি

এমনকি ধুলোর সমস্যার কারণে দিনের বেলাতেও দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকার মানুষকে। সাধারণ মানুষের অভিযোগ, নিয়মিত রাস্তার কাজ চললেও জল নিয়মিত দেওয়া হচ্ছে না।

মেখলিগঞ্জ: গত বছরের নভেম্বর মাসের শেষে শুরু হয়েছে মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা সড়ক চওড়া করা ও মেরামতের কাজ। দ্রুতগতিতে চলছে  কাজ। কিন্তু কাজের ফলেই সৃষ্টি হওয়া ধুলো থেকে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। এমনকি ধুলোর সমস্যার কারণে দিনের বেলাতেও দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকার মানুষকে। সাধারণ মানুষের অভিযোগ, নিয়মিত রাস্তার কাজ চললেও জল নিয়মিত দেওয়া হচ্ছে না। কোনওদিন  একবার, কোনওদিন দু’বার জল দেওয়া হচ্ছে। আবার কোনওদিন জলই দেওয়া হচ্ছে না রাস্তায়। ধুলোর সমস্যা এখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ধুলোর সমস্যার কারণে পথচারী, সাইকেল, বাইক (Bike), স্কুটি (Scooty)  ও টোটোচালকরা অতিষ্ঠ। দিনে অন্তত তিনবার রাস্তায় জল দিলে এই সমস্যা অনেকটাই কমবে বলে বক্তব্য স্থানীয়দের। সেই সঙ্গে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবিও তোলা হয়েছে। এই ধুলোর জন্য অনেকে শ্বাসকষ্টে ভুগছেন।

মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকার বাসিন্দা গণেশ ওরাওঁ বলেন, ‘বাড়ির সর্বত্র ধুলো জমেছে। দিনের বেলা দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। জানলা-দরজা খুললেই ধুলো ঘরের ভেতরে আসছে। বাড়ির শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট হচ্ছে। দিনে অন্তত তিনবার জল দেওয়া দরকার। তাহলে ধুলোর সমস্যা অনেকাংশে মিটবে।’

মেখলিগঞ্জ কলেজপাড়ার জনৈক অরবিন্দ জোয়ারদার বলেন, ‘ফাস্ট ফুডের (Fast Food) দোকানের আয়ে সংসার চলে। রাস্তার মাঝে দোকান। রাস্তার কাজ চলছে। উড়ছে ধুলো। দোকান চালাতে সমস্যা হচ্ছে। কোনওদিন একবার কোনওদিন দু’বার জল দিচ্ছে ঠিকাদার। তাই সমস্যা কমছে না। দিনে অন্তত তিনবার জল দিলে সমস্যা মিটবে।’ তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিতকুমার দাস বলেন, ‘বিষয়টির খোঁজ নিচ্ছি। ঠিকাদারকে নিয়মিত জল দিতে বলব।’

উল্লেখ্য চ্যাংরাবান্ধা থেকে মেখলিগঞ্জ হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল। একাধিক জায়গায় পাথর ও পিচ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার অবস্থা হয়েছিল। হলদিবাড়ি ও মেখলিগঞ্জ ব্লকের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। কোচবিহার জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, এই রাস্তাটি আরও চওড়া ও মজবুত করার জন্য প্রায় ২১ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন (Bridge Construction) ডিভিশন কাজটি করছে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজ শেষ হলে চলাচল সমস্যা থাকবে না।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | রামের বেশে নতুন লুকে রণবীর, সীতার চরিত্রে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ছবির লুক ফাঁস হল রনবীর কাপুরের। শনিবার নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর সেট থেকে রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে...

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Most Popular