Breaking News

৩৬০০ কোটির চুক্তি মেসির! আগামী মরসুমে সৌদির ক্লাবে নাম লেখালেন আর্জেন্টাইন তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জল্পনার অবসান। আগামী মরসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। চলতি মরসুমে বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির, নতুন চুক্তিও আর করতে চাননি বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি ছেড়ে কোথায় যাবেন সেটি নিয়েই ছিল গুঞ্জন। বার্সেলোনা আর সৌদি আরবের কোনও ক্লাবে যাওয়ার গুঞ্জনই শোনা গিয়েছিল বেশি। অবশেষে মেসি যাচ্ছেন সৌদি আরবেরই ক্লাবে।

জানা গিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ মেসির সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় ৩৬০০ কোটির একটি চুক্তি সম্পন্ন করে ফেলেছে। এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর চেয়ে এগিয়ে থাকবেন।

এদিকে মেসির বর্তমান ক্লাব ফ্রান্সের পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। পিএসজির এক কর্তা জানিয়েছেন, আগামী মরসুমে মেসি পিএসজিতে খেলতে চাইলে এতদিনে চুক্তির কাজকর্ম সম্পন্ন হয়ে যেত। গত সপ্তাহে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। পরে পিএসজির অনুশীলনে ফেরেন মেসি। তবে মেসি সৌদি আরবের পর্যটনদূতের দায়িত্বও পালন করছেন। ৩৫ বছর বয়সী এই তারকাকে সৌদি আরবের ক্লাব ফুটবলে আশা করেছেন অনেকেই। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি আরবের দল আল–নাসরে যোগ দেন গত জানুয়ারিতে। সৌদির ক্লাব ফুটবলে আল–নাসর ও আল–হিলাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। স্বাভাবিকভাবেই অনেকে ভেবেছিলেন, মেসি আল–হিলালে যোগ দিলে ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনের সেই পুরোনো দ্বৈরথের পুনরুত্থান ঘটবে।

আল–নাসরে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনাল্ডোর। সূত্র মারফত এএফপি দাবি করেছে, মেসি ও রোনাল্ডোর চুক্তিতে সৌদি আরব সরকারের মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা রয়েছে। এটি বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড, যার সম্পদের পরিমাণ ৬২ হাজার কোটি ডলার।

মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবের চুক্তি নিয়ে এক ফুটবল কর্তা জানান, ‘এই চুক্তিতে রোনাল্ডোর মতো অত সময় লাগেনি। কারণ, বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সূত্রগুলো (রেসিপি) এখন আমরা জানি। কোনও নির্দিষ্ট ক্লাব নয়, সৌদি আরব তাঁকে কিনেছে—পিআইএফের মাধ্যমে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Cooling Breath | গরমেও শরীর থাকবে ঠান্ডা, নিয়মিত অভ্যাস করুন বিশেষ এই প্রাণায়াম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে শরীর-মন ঠান্ডা রাখতে পারে শীতলী…

4 mins ago

Illegal Lab | দিনহাটা শহরের অলিগলিতে অবৈধ ল্যাব, পরীক্ষার নামে জমাট ব্যবসা

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটা (Dinhata) শহরের অলিগলিতে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি ল্যাব।…

22 mins ago

Cooch Behar | প্রখর রোদে ভুট্টা গাছের ক্ষতি, উৎপাদন মার খাওয়ার শঙ্কা মেখলিগঞ্জে

মেখলিগঞ্জ: ভুট্টা চাষে (Corn cultivation) ক্ষতির আশঙ্কা করছেন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের কৃষকরা।…

28 mins ago

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল…

49 mins ago

Afghanistan | নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা বন্দুকবাজের, এলোপাতাড়ি গুলিতে মৃত ৬

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নমাজ পড়ার সময় আফগানিস্তানের মসজিদে হামলা চালাল একদল বন্দুকবাজ। চলল এলোপাতাড়ি…

54 mins ago

Adventure Tourism | শীতে সামসিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, চালু হচ্ছে মাউন্টেন বাইকিং

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: এবার শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) চালু করতে চলেছে…

59 mins ago

This website uses cookies.