উত্তরবঙ্গ

Rape | সরস্বতীপুজোয় ঘুরতে নিয়ে যাওয়ার নামে ধর্ষণ! ভিনজেলা থেকে উদ্ধার কিশোরী

আলিপুরদুয়ার: সরস্বতীপুজোয় ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল এক নাবালিকা। সেদিন রাতে আর বাড়িই ফেরেনি। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর খোঁজ মেলে পরের দিন। অভিযোগ, তার সঙ্গী ধর্ষণ(Rape) করেছে তাকে। যে অভিযুক্ত, সেও স্কুল পড়ুয়া। দ্বাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ, ধূপগুড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে সেই কিশোরীকে।

শনিবার বিকেলে ওই দ্বাদশ শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে আলিপুরদুয়ার(Alipurduar) মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। নিগৃহীতা কিশোরী জয়গাঁর বাসিন্দা। তবে সম্প্রতি সে আলিপুরদুয়ার শহরের এক আত্মীয়ের বাড়িতে ছিল। সেই আত্মীয়ের বাড়ি থেকেই সে গত বুধবার ঘুরতে যাওয়ার নাম করে উধাও হয়ে যায় বলে অভিযোগ। সেদিন রাতে বাড়ি না ফিরলে খোঁজখবর শুরু করে দেন বাড়ির লোকজন। পরে সেই রাতে থানাতেও যান তাঁরা। সেদিন আর সেই কিশোরীর খোঁজ মেলেনি। তবে সরস্বতীপুজোর পরের দিন, বৃহস্পতিবার ধূপগুড়ি এলাকায় ওই কিশোরী ও সেই অভিযুক্তের হদিস মেলে। এতেই কিশোরীর পরিবারের সন্দেহ হয়। পরে সেই কিশোরীকে বাড়িতে নিয়ে আসা হয়। তখনও অবশ্য ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়নি। বাড়ি ফেরার পর কিশোরীর কথাবার্তা শুনে পরিজনদের সন্দেহ হয়। তারপর চেপে ধরলে মেয়েটি সব স্বীকার করে।

আলিপুরদুয়ার মহিলা থানার ওসি সেলিনা তামাং অভিযোগ পেয়েছেন বলে জানান। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।’

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দুজন পূর্বপরিচিত। জয়গাঁ এলাকার বাসিন্দা হলেও ওই কিশোরী আলিপুরদুয়ার শহরে এক আত্মীয়ের বাড়িতে ছিল। সরস্বতীপুজোর দিন অভিযুক্ত আলিপুরদুয়ার শহর থেকে কিশোরীকে প্রথমে হাসিমারায় নিয়ে যায়। পরে সেখান থেকে ধূপগুড়ি এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ। ধূপগুড়িতে তার পুরোনো বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই রাতে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরের দিন আবার ওই অভিযুক্তের পরিবারের মদতেই নাকি ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার নাগাদ ওই কিশোরী অসুস্থ হতেই সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে জিজ্ঞাসাবাদ করতেই কিশোরী তার মায়ের কাছে ধর্ষণের অভিযোগ করে। তারপরেই পরিবারের লোকজন বিষয়টি নিয়ে সরব হয়।

ওই কিশোরীর এক আত্মীয় বলেন, ‘আলিপুরদুয়ার শহরে এক আত্মীয়ের বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিল ও। বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল। আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। ফোন সুইচড অফ বলছিল।’ ফলে বাড়ির লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। পরে তার খোঁজ মিললে ধূপগুড়ি থেকে আর আলিপুরদুয়ার নিয়ে না গিয়ে জয়গাঁয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করতে নিয়ে যায় পুলিশ। তবে অভিযুক্ত এখনও পাকড়াও না হওয়ায় এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছে না তারা।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jalpaiguri | ধনুকের অভাবে আটকে কণিকার স্বপ্ন

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হয়ে আটকে রয়েছে কণিকার স্বপ্ন। ময়নাগুড়ি কলেজের (Maynaguri College)…

8 mins ago

বর্ষায় ঘরজুড়ে স্য়াঁতসেঁতে গন্ধ! কীভাবে দূর করবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে ঘরের ভিতর সব সময়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ! চটজলদি এই গন্ধ…

17 mins ago

Narendra Modi | ভাইরাল ভিডিও নিয়ে নীরব মোদি, জনসভায় নাম নিলেন সন্দেশখালির মুখ রেখা পাত্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মোদির মুখে শাহজাহানের প্রসঙ্গ থাকলেও শোনা গেল না সন্দেশখালি আন্দোলনের মুখ…

20 mins ago

Sandeshkhali | ফের উত্তপ্ত সন্দেশখালি, ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে তৃণমূল কর্মীকে মার! ঘেরাও বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। মহিলাদের টাকার প্রলোভন দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে…

24 mins ago

Beauty tips | ত্বক-চুলের যত্নে কলাপাতার জুড়ি মেলা ভার, জেনে নিন এর উপকারিতা…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রূপচর্চায় কলার অনেক গুণ রয়েছে। কিন্তু কলাপাতার সব উপকার কী জানেন?…

28 mins ago

Narendra Modi | মোদির হাতে রবীন্দ্রনাথের উলটো ছবি তুলে দিলেন অর্জুন পুত্র, সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

47 mins ago

This website uses cookies.