উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জেতা যেন জলভাত হয়ে গিয়েছে। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের পর চরম সীমায় পৌঁছোল অজিদের অহংকার। রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে অজিদের জয়ের পর মদ হাতে ট্রফির ওপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ! সেই ছবি মার্শকে ট্যাগ করে ইনস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স।
বিশ্বকাপ জেতার পর দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, তুরীয় মেজাজে দু’টি পা ট্রফির ওপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। বাঁ হাত মুষ্টিবদ্ধ। সাধারণত যে খেলাই হোক না কেন, ট্রফি জেতার পর সেই ট্রফির প্রতি একটা আলাদা আবেগ, আলাদা মর্যাদা থাকে। মার্শের এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পর ওপেনার ডেভিড ওয়ার্নার জানান, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসাবেতো কেউ দেখতেই পাননি। কিন্তু আজ ট্রফি অজিদের হাতেই।