উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ (Padma Bhushan) পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে এই পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন মিঠুন। মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন।
এদিন একঝাঁক তারকার মাঝে বাংলার স্বনামধন্য সংগীতশিল্পী ঊষা উত্থুপও (Usha Uthup) পদ্মভূষণ পুরস্কার পান। এছাড়াও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা উপস্থিত ছিলেন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে। এই তালিকায় ছিলেন বাংলার ৪ জন।
#WATCH | Delhi: President Droupadi Murmu confers Padma Bhushan upon actor Mithun Chakraborty in the field of Arts. pic.twitter.com/0kG7tokdkj
— ANI (@ANI) April 22, 2024