Breaking News

করমণ্ডল দুর্ঘটনায় মর্মাহত মোদি, মমতার নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধি দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওডিশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি টুইট করে জানান, ওডিশায় ট্রেন দুর্ঘটনায় তিনি যথেষ্টই মর্মাহত। এই দুঃসময়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। কথা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। পুরো পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে ওডিশার বালেশ্বরের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে করমণ্ডলের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত। ইতিমধ্যেই মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যাও কমপক্ষে আড়াইশো। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে দিয়েছে ওডিশা সরকার ও ভারতীয় রেল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে প্রচুর স্থানীয় বাসিন্দা। প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকারও। ওডিশা সরকারের সঙ্গে বাংলার তরফে অবিরাম যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৫-৬ জন সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, মানস ভূঁইয়া, দোলা সেন-সহ মোট ৬ জনকে বালেশ্বরে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে পরিস্থিতির উপর অবিরাম নজর রাখছেন।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ট্রেনের বেশিরভাগ যাত্রীই পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কন্ট্রোল রুম সক্রিয় করে দেওয়া হয়েছে। ওডিশা সরকার ও দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং এখনও পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্যসচিব।

উল্লেখ্য, এ রাজ্য থেকে প্রচুর মানুষ করমণ্ডল এক্সপ্রেসে করে যাত্রা করেন। ফলে দুর্ঘটনায় এ রাজ্যের বাসিন্দারাও আহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সেই আশঙ্কার কথা উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটেও। রেল দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে আমি স্তম্ভিত। আজ সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনটির। ট্রেনে পশ্চিমবঙ্গের থেকেও যাত্রীরা ছিলেন। কিছু মানুষ আহত হয়েছেন। আমরা ওডিশা সরকার ও দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করেছি।’

টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়ার পরই আপদকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ০৩৩-২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের তরফে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

এই ট্রেন দুর্ঘটনায় হাওড়া শাখা থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিলের খবর মিলেছে। বাতিল হওয়া ট্রেনগুলি হলঃ

12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

12863 HWH-SMVB SUF Express বাতিল করা হয়েছে

12839 HWH-MAS Mail বাতিল করা হয়েছে।

12895 SHM-Puri S/F বাতিল করা হয়েছে

20831 SHM-SBP Express বাতিল করা হয়েছে

02837 SRC-Puri Express বাতিল করা হয়েছে।

এছাড়াও SDAH-Puri দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। অন্যদিকে TATA-JRLI বিকল্প রুটে একাধিক ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল…

2 mins ago

Afghanistan: নমাজ পড়ার সময় মসজিদে এলোপাথারি গুলি, ৬জনের মৃত্যু আফগানিস্তানে, জানাল তালিবানএকেবারে হাড়হিম করা ঘটনা।…

7 mins ago

Adventure Tourism | শীতে সামসিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, চালু হচ্ছে মাউন্টেন বাইকিং

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: এবার শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) চালু করতে চলেছে…

12 mins ago

Flood control | কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ ৮০ কোটি

গৌরহরি দাস, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অনেক নদীই বন্যাপ্রবণ। প্রতিবছর…

19 mins ago

IPS Debashis Dhar | ‘প্রার্থীপদ’ রক্ষা করতে সুপ্রিম-দুয়ারে দেবাশিস ধর, আবেদন ফেরাল শীর্ষ আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম…

23 mins ago

Indian Navy Chief | ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধানের দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধান (Indian Navy Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন…

29 mins ago

This website uses cookies.