Exclusive

Mohit Sengupta | ৭ বছর পর মিলল স্বস্তি, অর্থ তছরুপ মামলায় বেকসুর খালাস মোহিত

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: ২০১৬ সালে রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) মেয়াদ শেষ হয়। নির্বাচিত পুরপ্রধান মোহিত সেনগুপ্তকে (Mohit Sengupta) সরিয়ে পুরসভায় বসে প্রশাসক। পুরপ্রশাসকের দায়িত্ব পান তৎকালীন রায়গঞ্জের (Raiganj) মহকুমা শাসক টিএন শেরপা। এরপরেই ২০১৭ সালে প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে ৮.৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ আনেন প্রশাসক। শুরু হয় মামলা। পরবর্তীতে রায়গঞ্জের নিম্ন আদালতে জামিন নেন মোহিতবাবু। সেই সময় মোহিতবাবু বিধায়ক থাকায় মামলা চলতে থাকে সল্টলেকের এমপি, এমএলএ’দের জন্য বিশেষ আদালতে। দীর্ঘ সওয়াল জবাব ও সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার ওই বিশেষ আদালত মোহিতবাবুকে নির্দোষ বলে ঘোষণা করে এবং বেকসুর খালাস করে দেয়।

লোকসভা নির্বাচন চলার মধ্যে বিশেষ আদালতের এই রায় কংগ্রেস নেতার পক্ষে যাওয়া রাজনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। এই জয়কে সততার জয় বলে দাবি করেছেন মোহিতবাবু। আদালতের রায়ে উৎফুল্ল বাম ও কংগ্রেস শিবির।

যদিও তৃণমূল খুব একটা গুরুত্ব দিতে চায়নি। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কথায়, ‘বেকসুর খালাস মানে তিনি নির্দোষ এমন নয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির উপযুক্ত প্রমাণ পুলিশ দাখিল করতে পারেনি বলেই বেকসুর খালাস হয়েছে।’

এই কংগ্রেস নেতার ঘনিষ্টদের দাবি, দীর্ঘ আট বছর ধরে দূর্নীতির অভিযোগের বোঝা বইতে হয়েছিল মোহিতকে। তৃণমূল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করে বাম-কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি। যদিও কংগ্রেস নেতৃত্বের অভিযোগ ছিল, তাঁর রাজনৈতিক জীবনে কলঙ্ক দিতেই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ সেই অভিযোগ থেকে মোহিতবাবুর মুক্তি ঘটল। আট বছর ধরে চলা এই মামলায় পুরসভার আধিকারিক, মহকুমা শাসক সহ ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।

এদিন মোহিতবাবু দাবি করেন, ‘আমাকে একাধিকবার শাসকদলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু আমি যোগ না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। আমাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করেছিল। আজ সেই মামলাটি আদালত পুরোপুরি খারিজ করে দিয়ে আমাকে বেকসুর খালাস করে দিয়েছে।’

প্রাক্তন পুরপ্রধানের আরও অভিযোগ, ২০১৬ সালে আমি সমস্ত কিছু মহকুমা শাসককে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু ২০১৭ সালের মার্চ মাসে আমার বিরুদ্ধে মামলা করেন তিনি। আমাকে শেষ পর্যন্ত নিম্ন আদালতে জামিন নিতে হয়। আজ বিশেষ আদালত আমাকে বেকসুর খালাস করে দেয়। সততার জয় হল।’

অন্যদিকে, মোহিতবাবুর আইনজীবী আবদুল রশিদ বলেন, ‘বিচারক সমস্ত সাক্ষ্য গ্রহণের পর এবং সমস্ত পেপার ও ডকুমেন্টস দেখে বেকসুর খালাস করেছেন মোহিতবাবুকে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Abhijit Gangopadhyay | মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য! অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্য! তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি…

4 mins ago

Srijan Bhattacharya | সুজন চক্রবর্তীর পর সৃজন ভট্টাচার্য! যাদবপুরের বাম প্রার্থীর প্রচারে ইটবৃষ্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (CPIM Srijan Bhattacharya) প্রচারে হামলা। মঙ্গলবার…

15 mins ago

Teesta River | লোনাক বিপর্যয়ে পলি পড়ে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু, বিপদের শঙ্কা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: গত বছর সিকিম বিপর্যয়ে (Sikkim Disaster) সমতলে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু হয়েছে।…

25 mins ago

Indian railways | বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

শিলিগুড়ি: বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এবার থেকে চলন্ত ট্রেনের…

1 hour ago

ব্যবসায়ীদের অবস্থান বিক্ষোভ সুভাষ বর্মন,ফালাকাটা,২১ মে:বন্ধ থাকা ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের কাজ ভোটের পরেই শুরু হতে…

1 hour ago

Siliguri | শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ, সপ্তাহে দু’দিন ওয়ার্ডে ওয়ার্ডে ‘স্পেশাল ড্রাইভ’

রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরকে আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার সপ্তাহে দু’দিন করে ওয়ার্ড…

1 hour ago

This website uses cookies.