Saturday, May 11, 2024
HomeBreaking Newsবিপক্ষে ইস্টবেঙ্গল, মাঠেই এল না মোহনবাগান, ভেস্তে গেল কলকাতা লিগের ডার্বি, শাস্তি...

বিপক্ষে ইস্টবেঙ্গল, মাঠেই এল না মোহনবাগান, ভেস্তে গেল কলকাতা লিগের ডার্বি, শাস্তি পাবে?    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিপক্ষে ইস্টবেঙ্গল, মাঠেই এল না মোহনবাগান। বৃহস্পতিবার কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে এমনই ঘটনা ঘটল নৈহাটি স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে বলে লাথি না দিয়েই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে মাঠে না আসায় মোহনবাগানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ফুটবল মহলে।

বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ছিল কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের একটি ফুটবল ম্যাচ। পরস্পর প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। মাঠ দর্শকে কানায় কানায় পূর্ণ। নির্দিষ্ট সময়েই মাঠে নামলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দাঁড়িয়ে থাকলেন রেফারি এবং লাইন্সম্যানরা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও নৈহাটি স্টেডিয়ামে এল না মোহনবাগান সুপার জায়ান্ট। না খেলেই তিন পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল।

জানা গিয়েছে, কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। ফলে এদিনের ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কিন্তু এদিনের ডার্বি ম্যাচ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে কলকাতা লিগ শেষ করতে পারছিল না আইএফএ। সেই পরিস্থিতিতে ৩০ নভেম্বর কলকাতা ডার্বি হবে বলে জানিয়ে দেয় বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। মোহনবাগান আর্জি জানিয়েছিল ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু আইএফএ মোহনবাগানের আর্জি কর্ণপাত করেনি। আইএফএ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ৩০ নভেম্বর দুপুর দুটোয় শুরু হবে কলকাতা ডার্বি। নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। কিন্তু আইএফের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠেই এল না মোহনবাগান।

এদিন তিন পয়েন্ট ঘরে তোলায় ১৬ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৩৯। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে দ্বিতীয় স্থানে আছে। আর ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একেবারে শেষে থাকবে মোহনবাগান। এই মরসুমে মোহনবাগান এখনও পর্যন্ত ঘরে তুলেছে ডুরান্ড কাপ। হাতছাড়া হয়েছে কলকাতা লিগ, এএফসি কাপ। আইএসএলেও এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি সবুজ মেরুন। এবার মাঠে না আশায় মোহনবাগানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ৫ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৫ জনের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায়। পাথরবোঝাই লরিটি রাজ্য সড়ক...

West bengal weather update | শনিবারও বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহে ফের বঙ্গে হাওয়া বদলের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের তীব্র গরমের পর এই আবহাওয়া বেশ উপভোগ করছেন রাজ্যবাসী। শনিবারও স্বস্তির আবহাওয়া বঙ্গে। আগামী সপ্তাহে ফের একবার হাওয়া...

Arvind Kejriwal | শনিবার থেকে জোর ভোট প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী, দিনভর কী কর্মসূচি রয়েছে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫০ দিন পর অন্তবর্তী জামিনে শুক্রবার মুক্তি পেয়েছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind...

Panchanan Barma | রেজিস্ট্রার সাসপেন্ড হতেই দিনভর নাটকীয়তা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, পরে স্থগিতাদেশ রাজ্যের

0
কোচবিহারঃ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং রেজিস্ট্রারের দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। এ যেন অনেকটা রাজ্য-রাজ্যপালের সংঘাতের মতো। এবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারকে সাসপেন্ড করলেন...

Accident | গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ গয়েরকাটায়

0
গয়েরকাটাঃ শুক্রবার রাত নটা নাগাদ গয়েরকাটা বানারহাট রাজ্য সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সন্তোষ মাহালি (৪২)। বাড়ি গয়েরকাটা চা...

Most Popular