Wednesday, June 26, 2024
HomeBreaking NewsMonsoon | নেপথ্যে রেমালের প্রভাব, ১০ দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ বর্ষার

Monsoon | নেপথ্যে রেমালের প্রভাব, ১০ দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ বর্ষার

শিলিগুড়ি ও পতিরাম : সময়ের অনেক আগেই উত্তরবঙ্গে প্রবেশ বর্ষার (Moonsoon)। উত্তর-পূর্ব ভারতে বর্ষা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে কবে উত্তরের আকাশ দখল করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বৃহস্পতিবার অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে প্রবেশের পর শুক্রবার উত্তরবঙ্গেও (North Bengal) প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শুধু প্রবেশ নয়, নতুন অধ্যায়ের সূচনা করে এবছর বর্ষার মেঘ ইতিমধ্যে ছেয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে শুক্রবার মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দাবি, উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ায় তার প্রভাব পড়েছে গৌড়বঙ্গের তিন জেলাতেও। রেমালের প্রভাবেই বর্ষার এই দ্রুতগতি বলে মনে করা হচ্ছে। মাঝিয়ানের নোডাল অফিসার ও কৃষি কলেজের ডিন ডঃ জ্যোতির্ময় কারফর্মার বক্তব্য, ‘আজ থেকে গৌড়বঙ্গে বর্ষার সূচনা হয়ে গেল। রেমালের প্রভাবে বর্ষা বেশ কয়েকদিন এগিয়ে এসেছে। এবার বর্ষায় স্বাভাবিকের তুলনায় ৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় আমন ধানের চাষ খুব ভালো হওয়ার আশা রয়েছে।’

গত বছরও উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছিল ২ দিন পিছিয়ে ১২ জুন। কিন্তু ৫ জুনের পরিবর্তে উত্তর-পূর্ব ভারতে বৃহস্পতিবার যেমন বর্ষার প্রবেশ ঘটেছে, তেমনই ১০ জুনের পরিবর্তে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে ১০ দিন আগে শুক্রবার। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘রেমালের প্রভাবে দখিনা বাতাস প্রবেশ করায় সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে দ্রুত। ফলে তাপমাত্রা যেমন নিয়ন্ত্রিত থাকবে, তেমনই বর্ষার জলে উপকৃত হবে উত্তরবঙ্গের চাষাবাদ।’

প্রতিবছরই দক্ষিণবঙ্গের আগে উত্তরে বর্ষা প্রবেশ করে। দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে। কোনও বছর এগিয়ে থাকে বঙ্গোপসাগর, কোনওবার আবার আরব সাগর। এবছর কী হবে স্পষ্ট নয়। বর্ষা প্রবেশ করলেও উত্তরের আকাশ ছেয়ে যায় কালো মেঘে। খুশির হাসি ছড়িয়ে পড়ে চা এবং কৃষি বলয়ে। কিন্তু এবছর বর্ষা প্রবেশেই আশঙ্কার মেঘও দানা বেঁধেছে তিস্তা নিয়ে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Om Birla | ফের লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

0
নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। এজন্য বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী...

0
বালুরঘাট, ২৬ জুন: ছোটবেলায় আত্রেয়ী নদীতে সাঁতার কেটেছেন। কর্মসূত্রে এখন কলকাতাবাসী। জমি জায়গা ভাগ হওয়ার জন্য গতকাল রাতেই কলকাতা থেকে সব ভাই বোন ও...

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Most Popular