শিলিগুড়িঃ এবার চারশোর বেশি আসন নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি(BJP)। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই(Munjpara Mahendra Bhai)। এরজন্য এদিন তিনি কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তিনি জানিয়েছেন মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশের কোটি কোটি মানুষ সুবিধা পেয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের।
লোকসভা ভোটের আগে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রার’ কর্মসূচী নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন সারা দেশেই পালিত হয় কর্মসূচীটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি কেন্দ্রীয় নানান প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। সেই সঙ্গে ভার্চুয়ালি কথাও বলেন বিভিন্ন মানুষের সঙ্গে। সোমবার শিলিগুড়িতে কেন্দ্রের বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (Union Minister of State for Women and Child Welfare and AYUSH) মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ট, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে যে উন্নয়ন হয়েছে, সেই নিরিখেই চারশোর বেশি আসন নিয়ে তৃতীয় বারের মতো ক্ষমতায় আসবে বিজেপি।” লোকসভার আগে রাহুল গান্ধির(Rahul Gandhi) দেশজুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচী প্রসঙ্গে মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই বলেন, এর আগেও রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রার কর্মসূচী নিয়েছিলেন। তাতে কোনও লাভ হয়নি। বরং বিজেপির ভোট বেড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সংখ্যা গরিষ্ঠতা পায় বিজেপি।
এদিন তিনি আরও বলেন, “বাংলার তৃণমূল পরিচালিত সরকারের একগুঁয়েমির জন্য বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন আয়ুষ্মান ভারত যোজনার(Ayushman Bharat) সুবিধা পাওয়া থেকে। কারণ এই যোজনা বিশ্বের একনম্বর স্বাস্থ্যবিমা যোজনা। এই রাজ্য সরকারের আছে অনুরোধ বাংলার মানুষজনকে এই স্বাস্থ্যবিমার সুবিধা পাইয়ে দিতে সহায়তা করুন।”
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “নরেন্দ্র মোদির হাত দিয়েই দেশে উন্নয়নের ঢেউ বইছে। দেশবাসী বুঝে গিয়েছে মোদির হাত ধরেই উন্নয়ন সম্ভব। তিনি দেশবাসীর কথা ভাবেন। এই সরকার শুধু উন্নয়নের গ্যারান্টিই দেয় না, গ্যারান্টি দিয়ে সেই উন্নয়নের কাজও সম্পন্ন করে।”