Top News

Munjpara Mahendra Bhai | রাহুলের ন্যায় যাত্রায় মিলবে না সুফল, চারশোর বেশি আসন পাবে বিজেপি, দাবি কেন্দ্রীয়মন্ত্রীর

শিলিগুড়িঃ এবার চারশোর বেশি আসন নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি(BJP)। সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের  রাষ্ট্রমন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই(Munjpara Mahendra Bhai)। এরজন্য এদিন তিনি কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তিনি জানিয়েছেন মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশের কোটি কোটি মানুষ সুবিধা পেয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের।

লোকসভা ভোটের আগে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রার’ কর্মসূচী নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন সারা দেশেই পালিত হয় কর্মসূচীটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি কেন্দ্রীয় নানান প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। সেই সঙ্গে ভার্চুয়ালি কথাও বলেন বিভিন্ন মানুষের সঙ্গে। সোমবার শিলিগুড়িতে কেন্দ্রের বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (Union Minister of State for Women and Child Welfare and AYUSH) মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ট, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে যে উন্নয়ন হয়েছে, সেই নিরিখেই চারশোর বেশি আসন নিয়ে তৃতীয় বারের মতো ক্ষমতায় আসবে বিজেপি।” লোকসভার আগে রাহুল গান্ধির(Rahul Gandhi) দেশজুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচী প্রসঙ্গে মুঞ্জপাড়া মহেন্দ্র ভাই বলেন, এর আগেও রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রার কর্মসূচী নিয়েছিলেন। তাতে কোনও লাভ হয়নি। বরং বিজেপির ভোট বেড়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সংখ্যা গরিষ্ঠতা পায় বিজেপি।

এদিন তিনি আরও বলেন, “বাংলার তৃণমূল পরিচালিত সরকারের একগুঁয়েমির জন্য বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন আয়ুষ্মান ভারত যোজনার(Ayushman Bharat) সুবিধা পাওয়া থেকে। কারণ এই যোজনা বিশ্বের একনম্বর স্বাস্থ্যবিমা যোজনা। এই রাজ্য সরকারের আছে অনুরোধ বাংলার মানুষজনকে এই স্বাস্থ্যবিমার সুবিধা পাইয়ে দিতে সহায়তা করুন।”

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “নরেন্দ্র মোদির হাত দিয়েই দেশে উন্নয়নের ঢেউ বইছে। দেশবাসী বুঝে গিয়েছে মোদির হাত ধরেই উন্নয়ন সম্ভব। তিনি দেশবাসীর কথা ভাবেন। এই সরকার শুধু উন্নয়নের গ্যারান্টিই দেয় না, গ্যারান্টি দিয়ে সেই উন্নয়নের কাজও সম্পন্ন করে।”

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের

শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার…

7 hours ago

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান…

7 hours ago

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের

শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন…

7 hours ago

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে অভিযোগ

পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত…

8 hours ago

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার…

9 hours ago

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী আতিশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী…

9 hours ago

This website uses cookies.