Top News

Murder | পিকনিকে বচসা, সহকর্মীর ইটের আঘাতে মৃত্যু রঙ মিস্ত্রির

বালুরঘাটঃ ইট (hit by a brick) দিয়ে মাথা থেঁতলে রঙ মিস্ত্রিকে (youth dies) খুন করার অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে। মৃতের নাম পিন্টু দাস(৩১)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) ব্লকের পতিরাম থানার পাইকপাড়ায়৷ পেশায় পিন্টু ছিলেন রঙ মিস্ত্রি। গত সোমবার গ্রামেই পিকনিক করার সময় পিন্টু দাসকে মারধর করে তার সহকর্মী সন্তু দাস। বিষয়টি নজরে আসতেই রক্তাক্ত অবস্থায় ওই পিন্টুকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  গতকাল মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়৷ সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। বুধবার দুপুরে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে এনিয়ে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী৷ এদিন বিকেলে দেহ বাড়ি পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ অভিযুক্তের বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখান তাঁরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পতিরাম থানার পুলিশ।

অভিযোগ, গত সোমবার দুপুরে এলাকা তেই পিকনিকের আয়োজন করে রঙের হেড মিস্ত্রি অরুণ মহন্ত ও সহকর্মী সন্তু দাস। পিকনিকে যোগ দেয় পিন্টুও। পিকনিকের আসরে মদ্যপানের পর পিন্টু ও সন্তুর মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই অরুণ মহন্ত ইট দিয়ে পিন্টুর মাথায় আঘাত করে৷ এর ফলে তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে যায়। গুরুতর জখম অবস্থায় পিন্টুকে উদ্ধার করে নিয়ে যায় বালুরঘাট জেলা হাসপাতালে। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। রাতে মালদা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পিন্টুর।

এদিকে পিন্টুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাতে পতিরাম (Patiram Thana) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। এবিষয়ে পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত সন্তু দাস ও অরুণ মহন্ত।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Bengal Weather | বৃষ্টিতে এক ধাক্কায় কমল তাপমাত্রা, স্বস্তিতে বঙ্গবাসী

শিলিগুড়ি: গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে (Bengal Weather)। রবিবারের পাশাপাশি সোমবারও…

13 mins ago

Train Service | দক্ষিণে প্রবল ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বিঘ্ন

শিলিগুড়ি: ঝড়বৃষ্টির (Heavy Rain) প্রভাব পড়ল এবার ট্রেন চলাচলে (Train Service)। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক…

57 mins ago

নিউজ

58 mins ago

বিএসএফের গুলিতে নিকেশ দুই বাংলাদেশি যুবক!

ফাঁসিদেওয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে বিএসএফের…

1 hour ago

SSC scam | ‘যোগ্য হয়েও অযোগ্যদের মতই হয়ে রয়েছি’, চাকরি বাতিলে স্থগিতাদেশের পরও আক্ষেপ অনামিকার

শিলিগুড়ি: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন আমবাড়ির হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা…

11 hours ago

Hamidul Rahman | নির্বাচনি সভায় ভোটার-বিরোধীদের হুমকি! বিধায়ক হামিদুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কমিশন 

চোপড়াঃ দ্বিতীয় দফা ভোটের আগে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক…

11 hours ago

This website uses cookies.