Sunday, May 12, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গIndian Book of Records | ১ মিনিটে ১৩০টি দেশের রাজধানীর নাম, ইন্ডিয়া...

Indian Book of Records | ১ মিনিটে ১৩০টি দেশের রাজধানীর নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্বীকৃতি ইমনের

হিলি: নিমেষেই বলে দিতে পারে ১৩০টি দেশের রাজধানীর(Capital) নাম। ইসলাম ধর্মের আলবাকারা শূরা থেকে ২৬টি স্ট্যাচু ঠোঁটস্থ। এই ব্যতিক্রমী প্রতিভার জন্য পঞ্চম শ্রেণির ইমন মণ্ডলকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড(Indian Book of Records)।

হিলি থানার ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ইমরান মণ্ডল। তাঁর ১০ বছর বয়সি ছেলে ইমন মণ্ডল। পাঞ্জুল হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। তার এই ব্যতিক্রমী প্রতিভা রয়েছে। ইন্টারনেট ঘেঁটে একাধিক বিষয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছে। ১ মিনিটেই বলে দিতে পারছে ১৩০টি দেশের রাজধানীর নাম। কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর ২৬টি স্ট্যাচুর নাম অবলীলায় বলে দিতে পারে ওই খুদে। ইসলাম(Islam) ধর্মাবলম্বী হওয়ায় সবচেয়ে বড় কোরান শরিফ আলবাকারা শূরা এক লহমায় ঠোঁটস্থ বলছে ওই বিস্ময় বালক।

সম্প্রতি ওই কিশোরের পরিবারের তরফে তাঁর এই প্রতিভার কথা জানানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তারপরই ওই সংস্থার তরফে ইমনের ব্যতিক্রমী প্রতিভার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। এরপরই ভারতের ১০ জন কিশোরের মধ্যে প্রতিযোগিতা হয়। সেখানেই ইমনের প্রতিভা প্রতিষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ইমন মণ্ডলকে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি ইমনের বাড়িতে স্বীকৃতিপত্র পাঠিয়েছে ওই সংস্থা। তারপর থেকে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।

এপ্রসঙ্গে ইমন মণ্ডল বলেন, ‘আমি ইন্টারনেট ব্যবহার করে সব শিখেছি। খেলাধুলা থেকে পড়াশোনা বেশি পছন্দ করি। সারাক্ষণ এইসব নিয়ে থাকি। স্কুলের শিক্ষকেরাও উৎসাহ দেন। বাড়িতে মা বাবাও সাহায্য করে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পেরে আনন্দ হচ্ছে। ভবিষ্যতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে।‘

এপ্রসঙ্গে ইমনের মা বিজিয়া সুলতানা মুন্সী বলেন, ‘ছোট থেকেই ওর এরকম বিষয়ে বেশি নজর রয়েছে। মোবাইল ঘেঁটে সবটা শিখেছে। আমরা গাইড করেছি। শিক্ষকেরা গাইড করেছেন। এই স্বীকৃতিতে আমরা খুব খুশি। আমরা ওর পড়াশোনার জন্য সবরকমভাবে পাশে রয়েছি। এই চর্চাতেও আমরা সবসময় সাহায্য করছি।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | এক ফোনেই দরজায় পৌঁছে যাচ্ছে মাদক, রমরমা কারবার রায়গঞ্জে

0
রায়গঞ্জ: শুধুমাত্র একটি ফোন কলেই হাতের নাগালে পৌছে যাচ্ছে চাহিদামতো মাদক। তরল মাদক, কাফ সিরাপ থেকে শুরু করে নেশার ট্যাবলেট, কী নেই মেনুতে? সবকিছুই...

Harischandrapur | বালি ছেটানোই অপরাধ! অভিযুক্ত কিশোরকে তুলে আছাড় দিয়ে গ্রেপ্তার বন্ধুর বাবা   

0
হরিশ্চন্দ্রপুরঃ আমবাগানে খেলার ছলে এক কিশোর অপর কিশোরকে বালি ছিটিয়ে দেয়। গায়ে বালি লাগায় কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবার কাছে নালিশ করে। এরপরই...

Lok Sabha Election 2024 | রাত পেরোলেই ৯৬ আসনে নির্বাচন, ভোটের হার বাড়ানোই চ্যালেঞ্জ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পেরোলেই চতুর্থ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে ভোটগ্রহণ। আগামীকাল বাংলার আট...

Bomb threat | ‘বোমা রাখা আছে’, দিল্লির দুই হাসপাতালে হুমকি মেলে আতঙ্ক

0
নয়াদিল্লি: রবিবার দিল্লির দুটি হাসপাতালে বোমাতঙ্ক ছড়াল। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধি হাসপাতালের ঘটনা। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রের খবর, ওই দুটি হাসপাতালে...
Israel's continued missile attacks on Rafah, about 21 dead

Israel | রাফায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, মৃত প্রায় ২১

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের প্যালেস্তাইনে হামলা চালাল ইজরায়েল। শনিবার প্যালেস্তিনীয়দের শেষ আশ্রয় রাফায় (Rafah) লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলের(Israel)। কেবল রাফা নয়, গাজার...

Most Popular