উত্তরবঙ্গে দলের ‘জমি’ খুঁজতে আসছেন নওশাদ

0
79
ছবি: সংগৃহীত

কলকাতা: বিধানসভা ভোটে বাম ও কংগ্রেস আইএসএফকে সঙ্গে নিয়ে করেছিল সংযুক্ত মোর্চা। তৃণমূলকে রাজ্য থেকে হটাতে তৈরি হয়েছিল এই জোট। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধেও লড়াই করেছিল তারা। সামনেই লোকসভা নির্বাচন। এর মধ্যে বদলেছে পরিস্থিতি। একদা জোটসঙ্গী সিপিএম এবং বাম এখন বিরোধী তৃণমূলের ইন্ডিয়া-র জোটসঙ্গী। তাই লোকসভা নির্বাচনে কার্যত একাই লড়তে চায় আইএসএফ।

আইএসএফ-এর ধারণা, দক্ষিণবঙ্গের হুগলি-হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ আরও কয়েকটি জেলায় তাদের সংগঠন তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তার প্রমাণ পেয়েছে তারা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবার দলের জমি খুঁজতে যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তাঁর উদ্দেশ্য সিপিএম ও কংগ্রেসের নীচুতলার কর্মীদের কাছে টানা। কারণ, ইন্ডিয়া জোটে এঁদের অনেকেরই আগ্রহ নেই। সর্বভারতীয় নেতৃত্ব যতই তৃণমূলের সঙ্গে হাত মেলান, নীচুতলার কংগ্রেস ও সিপিএম কর্মীরা তৃণমূলের সঙ্গে হাত মেলাতে রাজি নন। নওশাদ জানেন নীচুতলার ক্ষুব্ধ কর্মীদের কাছে পেলে উত্তরবঙ্গেও শক্ত হবে তাঁর দলের ভিত।

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও জলপাইগুড়িতে প্রথমে যাবেন নওশাদ। ইতিমধ্যেই এই জেলাগুলির লোকসভা কেন্দ্রগুলির বিভিন্ন দলের ভোট শতাংশের হিসেব-নিকেশ শুরু করেছেন তাঁরা। তবে নীচুতলার সিপিএম কর্মী-সমর্থকদের তুলনায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে নওশাদকে ঘিরে আগ্রহ বেশি। এখন দেখার নওশাদ বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটের কতটা ফায়দা তুলতে পারেন।