Tuesday, May 7, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গNBU | এনবিইউ ক্যাম্পাস স্বাভাবিক হচ্ছে না এখনই, আন্দোলন শিথিল করতে চার...

NBU | এনবিইউ ক্যাম্পাস স্বাভাবিক হচ্ছে না এখনই, আন্দোলন শিথিল করতে চার শর্ত

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছেই। শিক্ষক, আধিকারিকদের অনুরোধে বৃহস্পতিবার ক্যাম্পাসের পঠনপাঠনে বাধা দেয়নি আন্দোলনকারী সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। তবে, সোমবার থেকে ক্যাম্পাস স্বাভাবিক থাকবে কি না তার নিশ্চয়তা দিচ্ছেন না সমিতির নেতারা। আন্দোলন শিথিল করতে চারটি শর্ত দিয়েছে সমিতি। সংগঠনের নেতাদের সাফ কথা, লিখিতভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেইসব শর্ত মেনে নিলে তবেই ক্যাম্পাস স্বাভাবিক হবে। নইলে যেভাবে আন্দোলন চলছিল সেভাবেই চলবে। শর্ত না মানলে সোমবার থেকে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষাবন্ধু সমিতির বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক রণজিৎ রায়।

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী- প্রত্যেককে নিয়ে একটি আলোচনা সভা ডেকেছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপনকুমার রক্ষিত। যদিও অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত ছিলেন না। ক্যাম্পাস ইনচার্জ প্রণব ঘোষ সভা পরিচালনা করেন। কীভাবে সমস্যা মেটানো যায় তা নিয়ে দীর্ঘ সময় দফায় দফায় আলোচনা হয়। শিক্ষক, আধিকারিক, স্থায়ী কর্মী প্রতিটি সংগঠনের তরফেই আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় অচল করে যাতে আন্দোলন না হয় প্রতিটি সংগঠনের নেতারাই সেই অনুরোধ করেন।

ফেব্রুয়ারি মাস থেকেই দশ শতাংশ বর্ধিত বেতন দিতে হবে- চার শর্তের প্রথমেই সেকথা বলেছেন আন্দোলনকারীরা। তাঁরা যে জোর করে ভারপ্রাপ্ত উপাচার্যকে বর্ধিত বেতন দিতে বাধ্য করেননি সেটাও মেনে নিতে হবে কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের সবপক্ষ একজোট হয়ে কিছু সিদ্ধান্ত নিলেও কেন সেটা অমান্য করা হল তারজন্য ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারকে ক্ষমা চাইতে হবে এবং ভারপ্রাপ্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। রণজিতের কথায়, ‘আমাদের পেটে লাথি মারার চেষ্টা হচ্ছে। আমাদের শর্তগুলি মেনে নেওয়ার কথা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লিখিতভাবে না জানালে সোমবার থেকে কী হবে তা আমরাও জানি না। তবে আন্দোলন যে ফের আরও জোরদার হবে সেকথা বলতে পারি। আমরা পঠনপাঠন বন্ধ করার পক্ষে নই। তবে আমাদের পরিবারের কথাও সবাইকে ভাবতে হবে।’

শুক্রবার সরকারি ছুটি। শনি, রবিবার ক্যাম্পাস বন্ধ। সোমবার থেকে ক্যাম্পাস স্বাভাবিক হবে বলেই আশাবাদী প্রণব। তাঁর কথা, ‘আন্দোলনকারীদের শর্তের কথা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে জানিয়েছি। তিনি ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন। উপাচার্যকেও বার্তা পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের অনুরোধ করা হয়েছে। আশা করছি, তাঁরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন।’ ক্যাম্পাস ইনচার্জ বলছেন ঠিকই, তবে লিখিতভাবে চার শর্ত মানা যে বাস্তবে সম্ভব নয় তা ভালোই জানেন আধিকারিকরা। ফলে আন্দোলন নিয়ে উদ্বেগ বাড়ছেই সব মহলে।

বিশ্ববিদ্যালয় আধিকারিক সমিতির সম্পাদক অপূর্ব পালের বক্তব্য, ‘আমরা আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করি। উপাচার্যের উচিত আর দেরি না করে ক্যাম্পাসে ফিরে আলোচনা শুরু করা।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
রাজু হালদার/গঙ্গারামপুর গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাফ , নিষিদ্ধ মাদক ট্যাবলেট সহ কুখ্যাত মাদক পাচারকারী কে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর...

Elephant Attack | খাবারের লোভে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাণ্ডব গজরাজের, ভাঙল ঘরের দেওয়াল

0
চালসা: খাবারের লোভে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালালো হাতি (Elephant attack)। ভেঙে গুঁড়িয়ে দিল ঘরের দেওয়াল। ঘটনাটি মেটেলি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগানের কুর্তি লাইন...

Madrasah Fazil Result | নিজের বাল্যবিবাহ রোখা নাসরিন ফাজিলে রাজ্যে ষষ্ঠ

0
চাকুলিয়া: হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি ক্যামনে...! আজও অনেক পরিবার বাল্যবয়সে মেয়ের বিয়ে দিয়ে দেয়। কোনও ক্ষেত্রে জোর করে, আবার কোনও ক্ষেত্রে আর্থিক...

Sand Smuggling | বালি-পাথর পাচার রুখতে পদক্ষেপ, মাফিয়াদের হুমকির মুখে প্রধান

0
শালকুমারহাট: প্রকাশ্যে ট্র্যাক্টর ট্রলিতে করে বালি, পাথর পাচার রুখে দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ার বুড়িতোর্ষা নদী থেকে দিনে ৫০-৬০টি ট্র্যাক্টর ট্রলিতে...

SSC Recruitment Case | ‘প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ’, সুপ্রিম কোর্টে জানাল এসএসসি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ। মঙ্গলবার চাকরি বাতিল মামলায় (SSC Recruitment Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল স্কুল সার্ভিস কমিশন...

Most Popular