Monday, May 20, 2024
HomeExclusiveBagdogra Airport | প্রবেশপথে লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাগডোগরা বিমানবন্দরে মুখ চিনবে...

Bagdogra Airport | প্রবেশপথে লাইনে দাঁড়ানোর দিন শেষ, বাগডোগরা বিমানবন্দরে মুখ চিনবে প্রযুক্তি

খোকন সাহা, বাগডোগরা: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) প্রবেশের মুখে সচিত্র পরিচয়পত্র হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দিন ফুরোতে চলেছে। এবার থেকে আর সিআইএসএফ (CISF) জওয়ানরা নয়, যাত্রীদের মুখ চিনবে প্রযুক্তি। দেশের বড় বড় বিমানবন্দরগুলির ধাঁচে বাগডোগরাতেও এই ব্যবস্থা চালু হতে চলায় খুশি যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে খবর, নতুন প্রযুক্তি চালুর জন্য বেশ কয়েকটি মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (BCAS) বিমানবন্দর পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত বিষয় খতিয়ে দেখার পর অনুমোদন দেবে। বিমানবন্দর কর্তৃপক্ষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই সুবিধা চালু করতে। বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার সুভাষচন্দ্র বসাক বলছেন, ‘এখানে এখন পরীক্ষামূলক পর্যালোচনা চলছে। সিআইএসএফ এবং এয়ারপোর্ট অথরিটির (Airport Authority of India) কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে। এখন বিসিএএস এসে পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ছাড়পত্র দেবে। তবে এর জন্য হয়তো মাসখানেক সময় লাগতে পারে।’

বহরে বাড়ছে বাগডোগরা বিমানবন্দর। বেড়েছে উড়ানের সংখ্যাও। এখন দিনে ৩৩ জোড়া উড়ান চলাচল করে বায়ুসেনার অধীন বিমানবন্দরটিতে। স্বাভাবিকভাবেই যাত্রীর চাপও বাড়ছে। বিশেষ করে সকালের দিকে বিমানবন্দরে প্রবেশের পথে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। এবার সেই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে দাবি। বাগডোগরা হয়ে নিত্য যাতায়াত করেন শিলিগুড়ির ব্যবসায়ী ভূপিন্দর সিং। তিনি বলছেন, ‘বাগডোগরা এমনিতেই ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। এখানে গুরুত্বপূর্ণ সময়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এবারে সেই ভোগান্তি দূর হবে বলে আশা করছি।’

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তৈরি ডিজি যাত্রা অ্যাপের মাধ্যমে বিমানবন্দরে প্রবেশের সুবিধা চালু রয়েছে দেশের হাতেগোনা কয়েকটি বিমানবন্দরেই। প্রথম পর্যায়ে কলকাতা, পুনে, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া বিমানবন্দরে এই পরিষেবা শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাগডোগরা, রাচি, চেন্নাই, শ্রীনগর, ইন্দোর, কোয়েম্বাটোর, রায়পুর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, গোয়ার মতো দেশের ১২টি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু হতে চলছে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের স্মার্টফোনে ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আধার কার্ডও লিংক করে রাখতে হবে অ্যাপে। টিকিট কাটার পর বোর্ডিং পাসটি ডিজি যাত্রা অ্যাপে আপলোড করতে হবে। বিমান সংস্থা ডিজি যাত্রা আইডি এবং যাত্রীদের তথ্য বিমানবন্দরে পাঠাবে। বিমানবন্দরে প্রবেশের সময় যাত্রীকে বোর্ডিং পাস বা ই-টিকেটের বারকোড স্ক্যান করতে হবে মেশিনে। বারকোড স্ক্যান করার পরে প্রযুক্তির মাধ্যমেই যাত্রী এবং ফ্লাইটের তথ্য নিশ্চিত করা হবে। ডিজি যাত্রা আইডি এবং টিকিট যাচাইয়ের পর প্রবেশপথের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

তবে, এক্ষেত্রে কোনও সমস্যা হলে সিআইএসএফ যাত্রীর পরিচয় যাচাই করে ভেতরে ঢোকার অনুমতি দেবে। বন্দর কর্তাদের মতে, বর্তমানে যে পদ্ধতিতে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হয়, তার থেকে অর্থেক সময়ে প্রবেশ করা যাবে।

দার্জিলিংয়ের বাসিন্দা পদ্মা রাই বলছেন, ‘আমার স্বামীকে চিকিৎসার জন্য মাসে একবার চেন্নাই নিয়ে যেতে হয়। পরিচয়পত্র দেখিয়ে বোর্ডিং পাস বানাতে অনেকটা সময় চলে যায়। যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবা চালু হোক। তাহলে আমাদের সময় বাঁচবে।’

এদিকে, যাত্রীদের ভোগান্তি কমাতে বাগডোগরা বিমানবন্দরে আরও কিছু ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এখন দিনে গড়ে ১০ হাজার যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দর থেকে। সবমিলিয়ে বসার ব্যবস্থা রয়েছে ১১০০ জনের। এছাড়াও রয়েছে সদ্য চালু হওয়া ফুড কোর্ট ও রেস্তোরাঁ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Elections 2024 | দিনভর বিক্ষিপ্ত উত্তেজনা! দিনের শেষে শান্তিতেই ভোট, দাবি কমিশনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল পঞ্চম দফার ভোটপর্ব। এদিন রাজ্যে মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (Paschim Medinipur SP)...

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ববিতার ঝুলন্ত দেহ। কিন্তু...

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

0
আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরের ভুতাবুড়ি...

Maoist Attack | ওডিশার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত ওডিশা। সোমবার কালাহান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াপাড়ার পাহাড়, জঙ্গল ঘেরা এলাকায় হামলা চালায় মাওবাদী গেরিলা বাহিনী। মাওবাদীদের...

Most Popular