মালদা: সাতসকালে মালদা শহরের ডাস্টবিন থেকে মিলল এক সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ। শহরের ইংরেজবাজার থানা সংলগ্ন নেতাজি সরনীর কাছে একটি আবর্জনার স্তূপের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ এসে মৃত শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, শহরের বুকে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক।