Sunday, June 30, 2024
HomeExclusiveNisith Pramanik | দীর্ঘদিন স্কুলমুখী হন না ‘শিক্ষক’ নিশীথ, শিক্ষামন্ত্রীর কাছে দরবার...

Nisith Pramanik | দীর্ঘদিন স্কুলমুখী হন না ‘শিক্ষক’ নিশীথ, শিক্ষামন্ত্রীর কাছে দরবার উদয়নের

শুভঙ্কর সাহা, দিনহাটা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) দীর্ঘদিন ধরে স্কুলে যান না। তাঁর বেতনও বন্ধ। তবুও শিক্ষা দপ্তর কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না? এমনই প্রশ্ন তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কাছ দরবার করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বৃহস্পতিবার তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন ও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান।

শিক্ষা দপ্তর থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে লেখেন, ‘দিনহাটা ২ নম্বর ব্লকের বালাকুড়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রী নিশীথ প্রামাণিক নামে জনৈক তরুণ ২০১০ সালে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৩ সালের এপ্রিল মাস থেকে অদ্যাবধি তিনি বিনা নোটিশে কর্মস্থলে অনুপস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাস হইতে তাঁহার বেতন বন্ধ। এমতাবস্থায় তাঁহার চাকরি থাকবে কি থাকবে না তাহার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্য শিক্ষা দপ্তরের। এই ব্যাপারে আমার কোনও মন্তব্য নাই।… আপনি সুদীর্ঘ সময় ২০১৩-২০১৯ (সাংসদ হওয়ার আগ পর্যন্ত) বেতন পাননি, তবে ওই সময়কালে আপনার সংসারের খরচ কী করে জোগাতেন বা ওই সময় যে বিপুল স্থাবর সম্পদের অধিকারী হন সেই অর্থের উৎস কী?’ এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘এভাবে তো দীর্ঘদিন চলতে পারে না। তাই গোটা বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এখন যা সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দপ্তর নেবে।’ এ ব্যাপারে নিশীথ প্রামাণিক বলেন, ‘২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপপ্রধান ছিলাম। পরবর্তীতে সাংসদ হই। সরকারি আইন অনুযায়ী দু’জায়গা থেকে টাকা নিতে পারব না। তাই প্রাইমারি স্কুলের বেতন নেইনি। আর আমার সম্পত্তির হিসাব আমি ভোটে দাঁড়ানোর সময় কমিশনে দিয়েছি। ২০১২-’১৮ সাল পর্যন্ত তো উদয়ন গুহর সঙ্গে রাজনীতি করেছি। এসব কথা তখন কেন বলেননি?’

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে নিশীথ প্রামাণিক প্রাইমারি স্কুলে চাকরি পান। প্রথম দিকে স্কুলে গেলেও পরে আর স্কুলে যেতেন না। এরপর পঞ্চায়েত নির্বাচনে জিতে ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন। ২০১৩ সালের নভেম্বর থেকে তাঁর বেতন বন্ধ হয়ে যায়। এরপর তিনি তৃণমূল যুবর দায়িত্ব পান। ২০১৮-এর ডিসেম্বরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সেবছরই বিজেপিতে যোগ দিয়েই ২০১৯-এর লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন। ২০২১-এ কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পান। এবারে লোকসভা নির্বাচনে অবশ্য নিশীথ হেরে যান। তবে তাঁর চাকরি এখনও রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এমনটা চলতে পারে কি না তা নিয়ে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন ছিল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে উদয়ন গুহর দরবারের পর নিশীথের স্কুলের চাকরি এখন থাকে কি না সেটাই দেখার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে  

0
দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো রয়েছে দেওয়ালে দেওয়ালে। আর সেই পোস্টারের উপরে লেখা ‘চোর...

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

0
হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।...

Chopra | চোপড়ায় যুগলকে নির্যাতন, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

0
চোপড়া: প্রবল চাপের মুখে চোপড়ায় (Chopra) যুগলকে নির্যাতনের (Couple Thrashed) ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ইসলামপুর থানার পুলিশ (Islampur Police) জেসিবি...

Most Popular