Tuesday, November 28, 2023
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরবিদ্যুত নেই, জেনারেটর বিকল! করণদিঘি হাসপাতালে সমস্যায় রোগীরা

বিদ্যুত নেই, জেনারেটর বিকল! করণদিঘি হাসপাতালে সমস্যায় রোগীরা

করণদিঘি: হাসপাতালের জেনারেটর বিকল! লোডশেডিং হলেই সমস্যায় পড়েন রোগী ও তাঁদের পরিজনরা। বুধবারও বেশ কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে পড়ায় তীব্র গরমে নাজেহাল অবস্থা হয় করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি প্রসূতিদের। গরমে পাখা ছাড়াই সদ্যোজাতদের নিয়ে দীর্ঘক্ষণ থাকতে হয় তাঁদের।

প্রসূতি বিভাগে ভর্তি আসমা খাতুন জানান, লোডশেডিং হওয়ার পর কেন হাসপাতালে জেনারেটর চালানো হল না, এর কারণ তাঁর জানা নেই। রাঘবপুরের সাজিনা বিবির কথায়, তীব্র গরমে সন্ধ্যা হলেই বিদ্যুত থাকছে না। তখন হাসপাতালে আর পাখা ঘোরে না। সদ্যোজাতকে হাত পাখা চালিয়ে নিজেরাই বাতাস করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না।

রোগীর পরিজনদের দাবি, হাসপাতালে জেনারেটর বিকল হয়ে রয়েছে। তাই এমন পরিস্থিতি। জেনারেটরের ব্যাটারি চুরি হয়ে গিয়েছে বলে জানান তাঁরা। তাই চালু করা হচ্ছে না। জেনারেটরের ব্যাটারি কবে, কিভাবে চুরি হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছুই বলতে পারেনি হাসাপাতাল কর্তৃপক্ষ। রোগীর পরিজনরা জানান, শিশুদের কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রত জেনারেটর সচল করার ব্যবস্থা করা উচিৎ ছিল। যদিও হাসপাতালের আধিকারিক আভাষ রাজ ব্যাটারি চুরির কথা অস্বীকার করে জানান, জেনারেটরের সমস্যার কারণেই তা চালু করা সম্ভব হচ্ছে না। দ্রুত মেরামত করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments