Top News

ভোট নেই চোপড়া, ক্যানিং ১ ব্লকে, ভাঙরের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন পর্বে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়, ক্যানিং, ডোমকল, চোপড়া সহ রাজের বহু জায়গায়। এই সব গ্রামগঞ্জে পঞ্চায়েত গঠন হবে বিনা ভোটেই, অর্থাৎ ভোটাভুটি হবে না। এই তালিকায় রয়েছে, ভাঙড়ের ১ নম্বর ব্লকের প্রায় ৭০ শতাংশ বুথ, ক্যানিং ১ নম্বর ব্লক, গোটা চোপড়া, বজবজ, মিনাখাঁ, সন্দেশখালি, দিনহাটার একাধিক বুথে।

গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার অনেকটাই কম জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা। ২০১৮ সালের নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসনে ভোটাভুটিই হয়নি। অনুব্রত মণ্ডলের সৌজন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা বীরভূম জেলা পরিষদ জিতে নিয়েছিল তৃণমূল। এবার রাজ্যে ১২ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। তবে বিজেপি, কংগ্রেস ও সিপিএম গত পঞ্চায়েতের তুলনায় দ্বিগুণ বা তার বেশি প্রার্থী দিতে পেরেছে।

বিরোধীদের অভিযোগ, ভাঙড়, চোপড়া, ক্যানিং সহ বহু জেলায় তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। যদিও তৃণমূলের পালটা যুক্তি, তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ার মতো বিরোধীরা প্রার্থীই পায়নি। বিজেপি-বাম-কংগ্রেস সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই বিরূপ মন্তব্য করছে।

জানা গিয়েছে, ভাঙড় ১ নম্বর ব্লকে মোট ২১৩টি বুথের মধ্যে ১৫৪টি বুথে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী নেই। এই বুথগুলিতে ৮ জুলাই কোনও ভোটই হবে না। প্রার্থীরা সবাই বিনা ভোটে জিতে গিয়েছেন। ভাঙড় ১ নম্বর ব্লকে তবু ৫৯টি বুথে ভোট হবে। কিন্তু ক্যানিং ১ নম্বর ব্লকের ২৫৬টি বুথে কোনও ভোটই হবে না। আর ক্যানিং ২ নম্বর ব্লকের অর্ধেকের বেশি বুথে ভোটগ্রহণ হবে না। ২ নম্বর ব্লকের ২০৫টি বুথের মধ্যে ১২৩টিতে সব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। একই ভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের চোপড়া ব্লকে কোনও ভোটই হবে না।

কেষ্টহীন বীরভূমেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি, বাম কংগ্রেস। তাৎপর্যপূর্ণ হল, এই পঞ্চায়েত ভোটে বীরভূম থেকে কোনও হিংসার ঘটনার খবর আসেনি। বীরভূমের লাভপুর ব্লকের ১৭৮টি বুথের মধ্যে ৫৯টি বুথে ৮ জুলাই ভোটগ্রহণ হবে না। দিনহাটা ২ ব্লকের ২৩৬টি বুথের মধ্যে ভোটাভুটি হবে না ৩৬টিতে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুললেন মোদি, করলেন রোড শো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha…

14 mins ago

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও

পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে…

39 mins ago

Ambari High School (H.S) | বিভিন্ন অনুপ্রেরণামূলক বিষয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন আমবাড়ি হাইস্কুলে

ফাঁসিদেওয়া: অতিরিক্ত মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইসের আসক্তি কাটানো, সমাজের মধ্যে হীনমন্যতাবোধ কাটানো সহ বিভিন্ন…

41 mins ago

Raiganj | শেষ মেসেজে খুনের ইঙ্গিত! দিল্লির শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু রায়গঞ্জের যুবতীর

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: মেয়ের বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর আগে। স্বামীর সঙ্গে দিল্লিতে (Delhi) থাকতেন…

1 hour ago

Raiganj | নবজাতক ভূমিষ্ঠ হওয়ার আগে দুর্ঘটনার শিকার, সন্তানের মুখ দেখতে পেলেন না আরিফ

রায়গঞ্জঃ প্রসব যন্ত্রণা নিয়ে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে…

1 hour ago

Malda | নগ্ন করে মার! অনশন অব্যাহত কংগ্রেস নেতার, মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী

মালদাঃ ‘নগ্ন’ করে পুলিশের মারধরের অপমান সহ্য করতে না পেরে টানা ছ’দিন ধরে ‘অনশন’ চালাচ্ছেন…

2 hours ago

This website uses cookies.