Tuesday, May 7, 2024
HomeTop Newsভোট নেই চোপড়া, ক্যানিং ১ ব্লকে, ভাঙরের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী...

ভোট নেই চোপড়া, ক্যানিং ১ ব্লকে, ভাঙরের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল      

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন পর্বে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়, ক্যানিং, ডোমকল, চোপড়া সহ রাজের বহু জায়গায়। এই সব গ্রামগঞ্জে পঞ্চায়েত গঠন হবে বিনা ভোটেই, অর্থাৎ ভোটাভুটি হবে না। এই তালিকায় রয়েছে, ভাঙড়ের ১ নম্বর ব্লকের প্রায় ৭০ শতাংশ বুথ, ক্যানিং ১ নম্বর ব্লক, গোটা চোপড়া, বজবজ, মিনাখাঁ, সন্দেশখালি, দিনহাটার একাধিক বুথে।

গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার অনেকটাই কম জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা। ২০১৮ সালের নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসনে ভোটাভুটিই হয়নি। অনুব্রত মণ্ডলের সৌজন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা বীরভূম জেলা পরিষদ জিতে নিয়েছিল তৃণমূল। এবার রাজ্যে ১২ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। তবে বিজেপি, কংগ্রেস ও সিপিএম গত পঞ্চায়েতের তুলনায় দ্বিগুণ বা তার বেশি প্রার্থী দিতে পেরেছে।

বিরোধীদের অভিযোগ, ভাঙড়, চোপড়া, ক্যানিং সহ বহু জেলায় তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। যদিও তৃণমূলের পালটা যুক্তি, তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ার মতো বিরোধীরা প্রার্থীই পায়নি। বিজেপি-বাম-কংগ্রেস সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই বিরূপ মন্তব্য করছে।

জানা গিয়েছে, ভাঙড় ১ নম্বর ব্লকে মোট ২১৩টি বুথের মধ্যে ১৫৪টি বুথে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী নেই। এই বুথগুলিতে ৮ জুলাই কোনও ভোটই হবে না। প্রার্থীরা সবাই বিনা ভোটে জিতে গিয়েছেন। ভাঙড় ১ নম্বর ব্লকে তবু ৫৯টি বুথে ভোট হবে। কিন্তু ক্যানিং ১ নম্বর ব্লকের ২৫৬টি বুথে কোনও ভোটই হবে না। আর ক্যানিং ২ নম্বর ব্লকের অর্ধেকের বেশি বুথে ভোটগ্রহণ হবে না। ২ নম্বর ব্লকের ২০৫টি বুথের মধ্যে ১২৩টিতে সব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। একই ভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের চোপড়া ব্লকে কোনও ভোটই হবে না।

কেষ্টহীন বীরভূমেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি, বাম কংগ্রেস। তাৎপর্যপূর্ণ হল, এই পঞ্চায়েত ভোটে বীরভূম থেকে কোনও হিংসার ঘটনার খবর আসেনি। বীরভূমের লাভপুর ব্লকের ১৭৮টি বুথের মধ্যে ৫৯টি বুথে ৮ জুলাই ভোটগ্রহণ হবে না। দিনহাটা ২ ব্লকের ২৩৬টি বুথের মধ্যে ভোটাভুটি হবে না ৩৬টিতে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | জলপাইগুড়ি মেডিকেলে বসানো যাচ্ছে না নতুন চিলার, উদাসীন পুর কর্তৃপক্ষ 

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: মর্গে মৃতদেহের স্তূপ। পুরসভার তরফে মৃতদেহ না সরানোয় মর্গের জন্য আনা নতুন চিলার মেশিন বসাতে পারছে না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দাবিদারহীন...

SSC Recruitment Case | ‘গোটা প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করেছেনֹ’, এসএসসিকে তোপ প্রধান বিচারপতির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চলছে। শুনানিতে প্রধান বিচারপতির একের...

Cooch Behar | একমাত্র ছেলে গবেষণার কাজে জার্মানিতে, বেলাশেষে নিঃসঙ্গতাই সঙ্গী বৃদ্ধ দম্পতির

0
শিবশংকর সূত্রধর, কোচবিহার: কয়েকদিন আগেকার কথা বলতে গিয়ে সোমবারও গলা কাঁপছিল অঞ্জলি-বিষ্ণুপ্রসাদের। অবসরপ্রাপ্ত ওই অধ্যাপক দম্পতি একাই বাড়িতে থাকেন। দুজনেরই বয়স সত্তর পেরিয়েছে। একমাত্র...

Alia Bhatt | ঠিক যেন মায়াকুমারী! মেট গালায় সব্যসাচীর শাড়িতে নজর কাড়ল আলিয়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঠিক যেন মায়াকুমারী! ‘মেট গালা ২০২৪’-এর সাদা-সবুজ কার্পেটে নজর কাড়ল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ...
Congress TMC Clash at sujapur

Malda | ভোটের দিনই উত্তপ্ত সুজাপুর, কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে আহত ৪

0
মালদা: তৃতীয় দফা লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল মালদার (Malda) সুজাপুর বিধানসভায়। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন...

Most Popular