উত্তরবঙ্গ

Casino | নেপালের ক্যাসিনোয় উড়ছে উত্তরের টাকা, হুন্ডিতে লেনদেনের কাউন্টার শিলিগুড়িতে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মেচি সেতু পেরোলেই ক্যাসিনোর(Casino) হাতছানি। আর শুধু ক্যাসিনো খেলাই বা বলি কেন, টাকা ছড়ালে সেখানে এক ছাদের তলায় বিনোদনের অঢেল আয়োজন হাতের নাগালে। তা সে মদ্যপান হোক বা নাচগান সহ অন্য কিছু। আর তাতে মজে গিয়ে সপ্তাহান্তে দলে দলে অনেকেই ছুটছেন নেপালে। পানিট্যাঙ্কিতে গাড়ি রেখে ওপারে গিয়ে নেপালের(Nepal) গাড়ি ধরে গন্তব্যে। সূত্রের খবর, প্রতি সপ্তাহে ভারতীয়দের কাছ থেকে এভাবেই কোটি কোটি টাকা রোজগার করছে নেপাল। টাকা লেনদেন হচ্ছে হুন্ডির মাধ্যমে। তার জন্য নতুন কাউন্টারও খোলা হচ্ছে চম্পাসারির গান্ধি মোড়ে। সেখানে টাকা জমা রেখেই ওপারে ‘জুয়া’ খেলতে যাচ্ছেন অনেকে।

শুধু শিলিগুড়ি, শিবমন্দির বা বাগডোগরা নয়, ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ থেকেও অল্পবয়সিরা ক্যাসিনোয় গা ভাসিয়েছে। শনিবার এবং রবিবার সহ ভারতের সরকারি ছুটির দিনগুলিতে ভিড় বাড়ছে কাঁকরভিটা, ধুলাবাড়ি, বিরতা মোড়ের ক্যাসিনোয়। সবচেয়ে বেশি ভিড় জমছে ধুলাবাড়ির বিলাসবহুল হোটেল মেচি ক্রাউনে। এসএসবি’র যুক্তি, ভারত-নেপালের মধ্যে অবাধ যাতায়াত রয়েছে। পরিচয়পত্র নিয়ে যে কেউ যাতায়াত করতে পারে। কাজেই কে কোন উদ্দেশ্যে যাচ্ছে তা বোঝা সম্ভব নয়।পানিট্যাঙ্কির কোনও একটি স্ট্যান্ডে গাড়ি রেখে মেচি সেতু পেরিয়ে কাঁকরভিটায় পা রাখলেই হল। কাঁকরভিটা, ধুলাবাড়ি, বিরতা মোড়, ইলমে ক্যাসিনোর রমরমা কারবার চলছে। সেদেশের মানুষের জন্য নিষিদ্ধ এই জুয়ার ঠেকে ভারতীয়দের প্রবেশ অবাধ। মূলত প্রতি শনিবার এবং রবিবার ক্যাসিনোগুলিতে ভিড় করছেন ভারতীয়রা। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে ধুলাবাড়ি থেকে ২০০ মিটার আগে থাকা একটি বিলাসবহুল হোটেলে। মেচি ক্রাউন নামে ওই হোটেলে একই ছাদের নীচে ক্যাসিনো খেলার পাশাপাশি সুরাপান, নাচ-গানের আসর এবং অঢেল খাবারের আয়োজন থাকছে। আবার রাতে হোটেল থেকে ভারত(India) সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

প্রতি রাতে ভারতীয়রা এক লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জুয়া খেলছেন। সঙ্গে খাবার, আমোদপ্রমোদের জন্য আরও টাকা খরচ হচ্ছে। ফলে হোটেল ব্যবসায়ীদের ব্যবসার রমরমা। শুধু ভারতীয় হিসাবে একটি সচিত্র পরিচয়পত্র দেখালেই কেল্লা ফতে। কিন্তু লক্ষ লক্ষ টাকা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কীভাবে নেপালে যাচ্ছেন ভারতীয়রা? প্রশ্ন করতেই জবাব এলে, কেউ পকেটে টাকা নিয়ে যান না, আবার জুয়ায় জিতে টাকা নিয়ে ফিরতেও হয় না। সমস্ত লেনদেন হুন্ডিতে হয়।

কী এই হুন্ডি?

ধরুন নেপালে গিয়ে প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু পানিট্যাঙ্কির মেচি সীমান্ত হয়ে নেপালে যাতায়াতের সময় এসএসবি এবং নেপাল পুলিশের কড়া তল্লাশির মুখে পড়তে হয়। তাই লক্ষ লক্ষ টাকা নিয়ে ওপারে যাতায়াত ঝুঁকির। সেইজন্যই হুন্ডি। হুন্ডিতে টাকা জমা দিলেই সব সমস্যার সমাধান। ধরুন কেউ হুন্ডিতে ১০ লক্ষ টাকা জমা দিলেন। তাঁকে এখান থেকে একটি ১০, ২০ অথবা ৫০ টাকার নোট দেওয়া হবে। ওই নোটটি দেখালেই ওপারে গিয়ে পুরো টাকা মিলবে। টাকা নেওয়ার পর ওই নোট ছিঁড়ে ফেলতে হয়। যাতে ওই নোটের নম্বর দেখিয়ে আবার কেউ টাকা দাবি করতে না পারে। আসলে এটা দুই দেশের মধ্যে চলা অবৈধ একটা কারবার। আগে মহাবীরস্থান এলাকায় হুন্ডি ছিল। বর্তমানে চম্পাসারির গান্ধি মোড় সংলগ্ন জায়গায় আরও একটি হুন্ডি চালু হয়েছে। এই দুটি জায়গায় টাকা জমা দিয়েই নেপালে যাচ্ছেন সিংহভাগ মানুষ।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Uttar Pradesh | সমকামী সম্পর্ক স্থাপনে নারাজ বৌমা, ব্লেড দিয়ে ফালাফালা করে দিল শাশুড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে সমকামী(Homosexual) সম্পর্কে জোর করেছিল শাশুড়ি। আর তাতেই আপত্তি করায় ব্লেড…

23 mins ago

নাটক না লিখেও রঙ্গমঞ্চ মাতিয়েছিলেন বঙ্কিমচন্দ্র

অমিত্রসূদন ভট্টাচার্য বিনোদিনী দাসী লিখেছিলেন, ‘বঙ্কিমবাবু মহাশয় নিজে বলিয়াছিলেন যে- আমি মনোরমার চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম,…

35 mins ago

দেহত্যাগের আগে এখন পদত্যাগ নয়

আশিস ঘোষ নৈতিকতা। ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী একটা শব্দ। এ যুগে অতি বিরল। খুঁজেপেতে বের…

47 mins ago

Inzamam-ul-Haq’s bizarre claim | আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির উদ্ভট অভিযোগ ইনজামামের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কানাডা, আয়ারল্যান্ডের…

56 mins ago

Neora Valley National Park | নেওড়াভ্যালিকে গুরুত্ব দিতে নতুন অফিস লাভায়

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: কালিম্পং পাহাড়ের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানকে (Neora Valley National Park) বাড়তি গুরুত্ব দিতে…

57 mins ago

Child Trafficking | বাজারের ব্যাগে শিশুকে নিয়ে ট্রেনে উঠলেন মহিলা! তুলকালাম কাণ্ড স্টেশন চত্বরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: বুধবার সকালে হুলুস্থুল কাণ্ড স্টেশন চত্বরে। চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল ব্যাগবন্দি…

57 mins ago

This website uses cookies.