Breaking News

জ্বলছে পাকিস্তান, একের পর এক সেনা শিবিরে হামলা ইমরান অনুগামীদের, দেখুন ভিডিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানের। তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের তাণ্ডবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে। ক্রমশ ছড়িয়ে পড়ছে হিংসা অশান্তি। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়জলাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদান এলাকায় বিক্ষোভ চলছে ইমরান খানের সমর্থকদের। রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সমর্থকরা পাক সেনার হেডকোর্য়াটারের মূল গেট পেরিয়ে ভিতরে ঢুকে পড়েন এবং সরকারবিরোধী স্লোগান তুলতে থাকেন। ভিতরে ঢুকে দেদারে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে পিটিটিআই সমর্থকদের মধ্যে। যদিও পাক সেনা সেখানে পরিস্থিতি সামলে আনে।

পেশোয়ারের সেনা শিবিরে একই কায়দায় ঢুকে লাগানো হল আগুন। হামলা হয় করাচি সেনা নিবাসেও। লাহোরেও ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ প্রদর্শন চলে। তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের একটি বিশাল দল পাক সেনার কর্পস কমান্ডারদের বাসভবন চত্বরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। তাৎপর্যপূর্ণ ভাবে কোনও ক্ষেত্রেই নিরাপত্তায় মোতায়েন পাক জওয়ানেরা শক্তি বা অস্ত্র প্রয়োগ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেননি। করাচি ও রাওয়ালপিন্ডিতে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার খণ্ডযুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুড়িয়ে দেওয়া হয়ে অজস্র পুলিশের গাড়ি। এমনকি পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

এদিন দুপুরে একটি মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে যাচ্ছিলেন ইমরান। সেই সময়ে আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জাররা। তাঁর গ্রেপ্তারের পর থেকেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। বিক্ষোভ, প্রতিবাদের সুর ক্রমেই চড়তে থাকে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বড় মাপের কোনও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ পুলিশ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের…

13 mins ago

Cyber Crime | নেই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা, সাইবার প্রতারকদের ধরতে নাজেহাল পুলিশ

রায়গঞ্জ: সাইবার অপরাধ (Cyber crime) পুরোটাই প্রযুক্তি নির্ভর। অথচ এই প্রযুক্তি সম্পর্কে উত্তর দিনাজপুর (Uttar…

16 mins ago

Robbery | বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর, ধরা পড়ল সিসিটিভিতে

ডালখোলা: দিনদুপুরে বাইকের ডিকি ভেঙে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার দুপুর…

45 mins ago

Travel | পথে পথেই ৭৫ দিন, ভিন্নধারার ভ্রমণে নজর কাড়লেন কলকাতার দম্পতি

শিলিগুড়ি: কথায় বলে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে। তবে পায়ের তলায় সর্ষে না হলেও সঙ্গে…

45 mins ago

Bride torture | কন্যা সন্তান জন্ম দেওয়াই অপরাধ! স্ত্রীকে মেরে বাড়ি থেকে তাড়ালেন স্বামী

রায়গঞ্জঃ অপরাধ, কন্যা সন্তানের জন্ম দেওয়া। তাই সব সময়ই রাগ সপ্তমে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের।…

51 mins ago

Balurghat | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের শাস্তি! স্ত্রীর চিকিৎসার জন্য মিলছে না শংসাপত্র

বালুরঘাট: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, এটাই ছিল অপরাধ। তাই ব্রেন টিউমারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার…

55 mins ago

This website uses cookies.