Wednesday, May 15, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গরাজমহলের আদলে মণ্ডপসজ্জা গ্রাসমোড় চা বাগানে

রাজমহলের আদলে মণ্ডপসজ্জা গ্রাসমোড় চা বাগানে

নাগরাকাটা: নাগরাকাটার উপকণ্ঠে ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে গ্রাসমোড় চা বাগানে রাজমহলের আদলে তৈরি প্যান্ডেল এখন নজর কাড়ছে পথচলতি প্রত্যেকের। সেখানকার শ্রমিকরা নিজেরাই চাঁদা তুলে মৃন্ময়ীর আরাধনায় ওই সুদৃশ্য প্যান্ডেল তৈরি করিয়েছেন। ভেতরে শোভা পাচ্ছে একাধিক রাজকীয় ঝাড় বাতি। পুজোর কয়েকদিন এখানে এখনও ন্যূনতম মজুরি না হওয়া কিংবা জমির পাট্টা না পাওয়ার ভাবনা নয়। চেটেপুটে শুধু শারদ উৎসবের সমস্ত আনন্দ উপভোগ করাই গোটা বাগানের হাজার পাঁচেক বাসিন্দার একমাত্র লক্ষ্য।

গ্রাসমোড়ের ওই পুজো কমিটির সম্পাদক শিবশংকর প্রসাদ বলেন, শ্রমিকরা তাঁদের নিজস্ব লোকাচারের মাধ্যমে দেবীকে বরণ করবেন। পুজোর দিনগুলিতে খাকছে নানা ধরনের অনুষ্ঠান। প্রতিটি শ্রমিক পুজো উপলক্ষ্যে নিজেদের মজুরি থেকে চাঁদা দিয়েছে।

স্থানীয়রা জানান, গ্রাসমোড়ের পুজো বরাবরই অন্যান্য চা বাগানের নিরিখে একটু ব্যতিক্রমী। এবারও এর কোনও অন্যথা হচ্ছে না। বিশাল মণ্ডপে পাশাপাশি আলোকসজ্জাও এখানে নজরকাড়া। প্যান্ডেল তৈরি করেছেন নাগরাকাটারই এক যুবক বলিরাম কুজুর। অষ্টমীতে পুজো প্রাঙ্গনে বসবে যাত্রার আসর। আদিবাসী সম্প্রদায়ের শ্রমিকদের পরম্পরাগত লোকনৃত্যই চা বাগানে যাত্রা নামে পরিচিত। তাতে আশপাশের আরও কয়েকটি স্থানের লোকনৃত্য ও সঙ্গীতের দল অংশ নেমে। নবমীতে আরতি ও সেই সঙ্গে জলসার আয়োজন করা হয়েছে এবার। বিসর্জনেও থাকছে চমক। এর বাইরে আরও নানা ধরনের চমকও থাকছে সেখানে। যা এখনই পুজোর উদ্যোক্তারা খুলে বলতে নারাজ। প্রতিমা এবার এখানে একচালার।

গ্রাসমোড়ের প্যান্ডেল তৈরির মূল কারিগর বলিরাম কুজুর বলেন, প্রায় একমাস ধরে কাজটি করেছি। এখন শুধু ফিনিসিং টাচ দেওয়া হচ্ছে। আশা করছি পুরো কাজ শেষ হয়ে গেলে প্রত্যেকেই প্রশংসা করবেন।

গ্রাসমোড়ের পুজোর বাজেট এবার ৩ লক্ষ টাকা। সরকারী ৭০ হাজার টাকার অনুদানের পাশাপাশি বাকী অর্থ শ্রমিকরা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মালিকপক্ষও। পুজোর কয়েকদিন মন্ডপ লাগোয়া মাঠে ছোটখাটো মেলারও আয়োজন করা হয়েছে সেখানে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল...

0
গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী দলের পাশাপাশি পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ট্রাক...

Most Popular