রাজ্য

পানিট্যাঙ্কির বিতর্কিত চা বাগানের জমি জরিপ, মাপজোক হল স্যাটেলাইট সিস্টেমে

খড়িবাড়িঃ ইন্দো-নেপাল সীমান্ত লাগোগা সতীশ চন্দ্র চা বাগানে সরকারিভাবে শুরু হল জমি জরিপের কাজ। শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কির এই চা বাগানে গড়ে ওঠা মার্কেটের জমি নিয়ে বিতর্ক রয়েছে। শুক্রবার সরকারিভাবে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে জরিপ করা হয় সেই বিতর্কিত জমির। জমি জরিপের সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ, পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান সান্তনা সিংহ, মেচি মাকেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

প্রসঙ্গত, ২০১৬ সালে নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কির সতীশ চন্দ্র চা বাগানের জমি দখল করে একটি সিন্ডিকেট গঠিত হয়। এই সিন্ডিকেটের মাথারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। চাবাগান কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজশ করেই শুরু হয় জমি বিক্রির কারবার। দখল করা চা বাগানের জমিতে প্লট করে বিক্রি করে সিন্ডিকেটের কর্তারা। নেতারা জমি বিক্রি করে কামিয়ে নেয় কোটি কোটি টাকা। সে সময় উত্তরবঙ্গ সংবাদের পানিট্যাঙ্কি জমি কেলেঙ্কারির খবরটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এরপর ওই দখল করা জমির জন্য সরকারি লিজের আবেদন করে সিন্ডিকেটের নেতারা। পরবর্তীকালে বিতর্কিত চা বাগানের ৭.৯২ একর (প্রায় ২৪বিঘা) জমি মেচি মাকেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে ৯কোটি ৭৬লক্ষ ৬০হাজার ৮০০ টাকার বিনিময়ে ৩০ বছরের জন্য লিজ দেয় রাজ্য সরকার। ২০২০ সালের ১২ মার্চ নবান্নের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে লিজ মঞ্জুর করা হয়। এবং খড়িবাড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই জমি মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে হস্তান্তর করে।

কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে ২৪ বিঘা নয়, প্রায় ৩৩বিঘা জমি দখল করে কোটি কোটি টাকার বিক্রি করেছে চক্রটি। সেই অভিযোগের  পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের নব নির্বাচিত বোর্ড চাবাগানের বিতর্কিত জমিটি জরিপের সিদ্ধান্ত নেয়। আজ দুপুরে খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তত্ত্বাবধানে জমিটি মাপজোক করা হয় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে।

এই প্রসঙ্গে মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ঘনশ্যাম করুয়ার দাবি লিজ প্রাপ্ত জমির বাইরে অতিরিক্ত কোনও জমি দখল করা হয় নি। শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ জানান, স্থানীয় সাধারণ মানুষের অভিযোগের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের সন্দেহ লিজভুক্ত ৭.৯২ একর জমির চেয়ে অনেক বেশি জমি দখল হয়েছে। তাই মহকুমা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জমিটি মাপজোক করে দেখা হচ্ছে। লিজের বেশি জমি থাকলে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও বলেন, সঠিকভাবে মাপজোকের পর পদক্ষেপ করা হবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

3 hours ago

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

4 hours ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

5 hours ago

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

5 hours ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

6 hours ago

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা

রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ…

6 hours ago

This website uses cookies.