উত্তরবঙ্গ

খোঁজ রাখেন না দলের নেতারা, ‘চাউমিন বৌদি’ হয়েই থাকতে চান প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সকাল দশটা। কড়াইতে খাসির মাংস কষছিল পুরোদমে। শাড়ির আঁচল কোমড়ে পেঁচিয়ে অনবরত কড়াইতে হাতা নেড়ে যাচ্ছিলেন তিনি। হাতে সময়ও আর বেশি নেই। কিছুক্ষণ বাদে হোটেলে খরিদ্দাররা আসতে শুরু করবেন। তাই এত তাড়াহুড়ো। তারমাঝেই রাজনৈতিক ঝান্ডা ছেড়ে কিভাবে হাতা-খুন্তি ধরলেন তারই স্মৃতি রোমন্থন করলেন একসময়ের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল কাউন্সিলার সবিতা সাহা। যদিও কালিয়াগঞ্জের মানুষের কাছে তিনি চাউমিন বৌদি নামেই পরিচিত।

চাউমিন বৌদি, এমন নামে পরিচিত হলেন কিভাবে? সবিতাদেবীর সপাট জবাব, ‘এক সময় আমার ফাস্ট ফুডের দোকান ছিল। এলাকার খদ্দেররা আমার দোকানের চাউমিন খেতে খুব ভালোবাসতেন। সেই থেকেই চাউমিন বৌদি বলেই আমায় ডাকতে শুরু করেন।’ চাউমিন বৌদির আক্ষেপ, ‘আমার রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড স্মৃতির আড়ালে চলে গিয়েছে। আজকের তৃণমূল নেতারা আমায় ভুলেই গিয়েছেন। সেই দুঃখে আমিও আর খোঁজ খবর নেই না দলের।’

উল্লেখ্য, বাম জমানায় কালিয়াগঞ্জে কংগ্রেস পরিচালিত পুরবোর্ডে প্রথম মহিলা তৃণমূল কাউন্সিলার হয়েছিলেন কালিয়াগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা সবিতা সাহা। ২০০৯ সালের পুরসভা নির্বাচনে বাম-কংগ্রেসের দাপটের মাঝে ওয়ার্ডের মানুষের মনজয় করে নিয়েছিলেন চাউমিন বৌদি। তারপর কেটে গিয়েছে অনেক বছর। নদীর গতিপথ পরিবর্তনের মতো ২০১১ সালে তৃণমূল রাজ্য জয়ের পর নবাগত ধোপদুরস্ত পাঞ্জাবি পরিহিত উঠতি তৃণমূল নেতাদের সামনে কাউন্সিলার চাউমিন বৌদি রাজনৈতিক আঙিনায় ক্রমশ ম্লান হতে শুরু করেন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জাঁতাকলে পড়ে চোখের পলকে সামনের সারি থেকে পেছনের দিকে চলে যান তৃণমূল নেত্রী সবিতা সাহা৷

তাঁর কথায়, ‘তৃণমুল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভায় ব্যক্তিগত দুটি কাজ নিয়ে গিয়েছিলাম। সুরাহা হয়নি। বর্তমান শহর তৃণমূল সভাপতি রাজিব সাহাও মুখ ফিরিয়ে নিয়েছেন।’ তাই কি? রাজিব সাহা্র সাফাই, ‘ওঁনার ব্যক্তিগত অসুবিধা নিয়ে আমার পক্ষে যতখানি সম্ভব ততটাই সহযোগিতা করেছি। উনি এখন হোটেল ব্যবসা নিয়ে ব্যস্ত। ওঁনার মত মহিলা নেত্রী আমাদের দলের সম্পদ।’

তাহলে কি দলের হয়ে প্রচারে দেখা যাবে আপনাকে? প্রশ্নের জবাবে তিক্ততা প্রকাশ করে সবিতাদেবীর জবাব, ‘রাজনীতির খুঁড়ে আমার শতকোটি নমষ্কার। আর রাজনৈতিক নেত্রী নই, কালিয়াগঞ্জের জনমানসের কাছে আমি চাউমিন বৌদি হিসেবেই বাকিটা জীবন বাঁচতে চাই।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Canada | নিজ্জর মামলায় ৩ ভারতীয় সন্দেহভাজন গ্রেপ্তার কানাডায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ৩…

20 mins ago

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ

রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন…

9 hours ago

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার…

10 hours ago

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

10 hours ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

11 hours ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

11 hours ago

This website uses cookies.