Top News

Lok sabha election 2024 | প্রথম দফায় রাজ্যের ৩ কেন্দ্রে ভোট পড়ল ৮০ শতাংশের ওপরে, কী ভাবছে রাজনৈতিক মহল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গেল দিল্লি দখলের লড়াই। প্রথম দফায় রাজ্যে ভোট হল আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া একপ্রকার শান্তিপূর্ণভাবেই শেষ হল রাজ্যের প্রথম দফার নির্বাচন। মনোরম আবহাওয়ায় গণতন্ত্রের এই উৎসবে গা ভাসালেন ভোটাররা। দেদারে ভোট পড়ল প্রতিটি বুথেই। স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান কীসের ইঙ্গিত করছে? এই বিষয়টি নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৭৭ শতাংশের বেশি। যদিও ভোট শতাংশের চূড়ান্ত হিসাব এখনও জানায়নি কমিশন। অনুমান করা হচ্ছে ভোট প্রদানের হার ৮০ শতাংশ ছাড়িয়ে যাবে অনায়াসে। এদিন বেলা ১১টার মধ্যেই ৩০ শতাংশের বেশি ভোট পড়ে যায় তিনটি আসনে। দুপুর ১টার মধ্যে ৫০ শতাংশ ভোট পড়ে যায় ইভিএমে।

বাম আমলেও অধিকাংশ আসনে ৮০ শতাংশের বেশি ভোট পড়ত। বিরোধীদের বরাবরই অভিযোগ করত বুথ জ্যাম, বুথ দখল, রিগিং ও অবাধ ছাপ্পার। গ্রাম, গঞ্জে বহুমানুষ নিজের ভোট নিজে দিতে পারতেন না। বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের লোকসভা নির্বাচনে ভোটের গড় হার ছিল ৮৫ শতাংশের কাছাকাছি। এক্ষেত্রেও ছাপ্পা, রিগিং ও সন্ত্রাসের অভিযোগ করত বিরোধীরা।

এবার শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বুথ দখল ইত্যাদি রুখতে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথেই ছিল আধা সামরিক বাহিনীর নজরদারী। ফলে ভোট গ্রহন কেন্দ্রে বুথ জ্যাম বা ছাপ্পার অভিযোগ শোনা যায়নি। তবে এত বেশি পরিমান ভোট পড়ে যাওয়ায় হিসেব করতে বসে গিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। পর্যবেক্ষকদের একাংশের মতে, সাধারণত বেশি হারে ভোট পড়লেই তা শাসক বিরোধী ভোট বলে অনেক সময়ে মনে করা হয়। অর্থাৎ আন্দাজ করা হয় যে মানুষ পরিবর্তন চেয়ে ভোট দিচ্ছেন। তবে বাংলায় প্রথম দফায় যে ৮০ শতাংশ হারে ভোট পড়েছে তা সেভাবে  বিশ্লেষণ করা ঠিক হবে না। কারণ, এই রাজ্যে এর আগে ২০১৬ এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮০ শতাংশের ওপরে। সেক্ষেত্রে ফলাফল উল্টোটাই হয়েছে। অর্থাৎ শাসকদলের পক্ষেই।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

আমেরিকার চোখে ভারতের নির্বাচন

শুভঙ্কর মুখোপাধ্যায় বনধোয়ানির জঙ্গলে জন্মদোষে শাস্তিপ্রাপ্ত শিশুটিকে কোলে নিয়ে, চিৎকার করে কাঁদতে কাঁদতে কমলকুমার মজুমদারের…

2 mins ago

শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম…

16 mins ago

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী।…

19 mins ago

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে…

30 mins ago

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি।…

45 mins ago

Sitalkuchi shootout | ভোট মিটতেই উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান

শীতলকুচি: ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল…

55 mins ago

This website uses cookies.