Exclusive

Bagdogra Airport | বাগডোগরা বিমানবন্দরে ঘনঘন ভিভিআইপি, ভোটের ভিড়ে যাত্রীদের দুর্ভোগ

খোকন সাহা, বাগডোগরা: এমনিতেই বাগডোগরা (Bagdogra) ব্যস্ততম বিমানবন্দর। স্থানাভাবে সবসময় ভিড়ে গিজগিজ করে এলাকাটি। তার ওপরে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) উপলক্ষ্যে ভিভিআইপিদের উত্তরবঙ্গে আনাগোনা বাড়ায় সমস্যা তৈরি হয়েছে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport)। বিশিষ্টদের চার্টার্ড এবং হেলিকপ্টারের ভিড়ে বিঘ্ন হচ্ছে যাত্রী পরিষেবা। অভিযোগ, ভিভিআইপিদের বাড়তি সুযোগসুবিধা দিতে গিয়ে সাধারণ যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। ভোট ঘোষণার পর থেকেই এই অসুবিধা চললে কিছুটা বাধ্য হয়ে মুখ বুজে মেনে নিচ্ছেন যাত্রীরা (Flight Passenger)।

এপ্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে সহকারী জেনারেল ম্যানেজার সুভাষচন্দ্র বসাকের বক্তব্য, সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য বাগডোগরাকে ব্যবহার করা হয়। এজন্য এই বিমানবন্দরের ওপরে চাপ বেশি। তবে ভিভিআইপি এলে একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে হয়।’

আরেক আধিকারিক হিমাদ্রি দাস যদিও বলেন, এমনিতেই এখানে ব্যস্ত সময়ে একসঙ্গে কয়েকটি বিমান নামলে যাত্রীদের ভিড়ে টার্মিনালে জায়গা দেওয়া যায় না।’ তিনি আরও জানান, অ্যাপ্রনে পাঁচটির বেশি বিমান দাঁড়ানোর জায়গা নেই। তখন চার্টার্ড বিমান থাকলে অন্য বিমান নামতে সমস্যা হয়। সেই সময় অন্য বিমানকে দেরিতে নামানোর নির্দেশ দেওয়া হয়। তাই কোনও বিমান বাগডোগরায় চলে এলে সেটিকে আকাশে চক্কর কাটতে বলা হয়। আবার হেভিওয়েটদের স্বাগত জানাতে দলের কর্মীরা ভিড় করায় যাত্রীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে বের হতে হয়। যা নিয়ে হেমা সিনহা নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভিভিআইপিকে অন্য গেট দিয়ে বের করলে আমাদের এমন যুদ্ধ করে বের হতে হয় না।’

এদিকে বিমানবন্দর থেকে ভিভিআইপি যাতায়াতের যে তালিকা পাওয়া গিয়েছে তাতে ১৩ মার্চ থেকে এখন পর্যন্ত ১২৬ জনের নাম রয়েছে। এঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, রাজু বিস্ট, দোলা সেন, দেব, মল্লিকার্জুন খাড়গে, মানিক সাহা, অনুরাগ সিং ঠাকুর, ডেরেক ও’ব্রায়েন, মলয় ঘটক, অরূপ বিশ্বাস সহ কয়েকজন রাজ্যসভার সদস্য, বিচারপতি, প্রতিবেশী রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন। এঁরা কেউ চার্টার্ডে এসেছেন। আবার কেউ হেলিকপ্টারে এসেছেন।

অন্যদিকে অ্যাপ্রনে মাত্র দুটি হেলিকপ্টার রাখার জন্য জায়গা রয়েছে। সেখানে আরও হেলিকপ্টার এলে সমস্যা হয়। এপ্রসঙ্গে হিমাদ্রির বক্তব্য, ‘নির্দিষ্ট শিডিউল ছাড়া বিমান বা হেলিকপ্টার এখানে এলে সমস্যা হচ্ছে ঠিকই। কিন্তু কিছু করার নেই। ছোট বিমানবন্দর মেনে নিতেই হয়। তবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী এখানে এলে বায়ুসেনার আলফা জোনে নামেন। সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। তাই কোনও সমস্যা হয় না।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Bus catches fire | যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ৮ জনের, আহত বেশ কয়েকজন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন (Bus catches fire) লেগে মৃত্যু হল ৮…

12 mins ago

West bengal weather update | রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জেনে নিন বিস্তারিত…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝে ক’দিন স্বস্তির বৃষ্টি হয়েছে বঙ্গে। ফলে তীব্র গরম থেকে কিছুটা…

43 mins ago

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের

শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার…

10 hours ago

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান…

10 hours ago

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের

শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন…

10 hours ago

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে অভিযোগ

পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত…

11 hours ago

This website uses cookies.