Saturday, April 27, 2024
HomeBreaking Newsশক্তি পরীক্ষায় প্রথম রাউন্ডে শরদকে হারিয়ে দিলেন অজিত, কোন শিবিরে কত বিধায়ক?

শক্তি পরীক্ষায় প্রথম রাউন্ডে শরদকে হারিয়ে দিলেন অজিত, কোন শিবিরে কত বিধায়ক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শক্তি পরীক্ষার প্রথম রাউন্ডে কাকা শরদ পাওয়ারকে অনেকটা পিছনে ফেলে দিলেন ভাইপো অজিত পাওয়ার। বুধবার মুম্বইতে শক্তি পরীক্ষায় বৈঠকের ডাক দিয়েছিল এনসিপির যুযুধান দুই শিবির। কোন শিবিরে কত বিধায়ক উপস্থিত থাকেন সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বৈঠকের আগে আবেগ উসকে দিয়েছিলেন শরদকন্যা সুপ্রিয়া সুলে। ৮৩ বছরের প্রবীণ যোদ্ধা লড়বেন বলে জানান তিনি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, অজিতের ডাকা বৈঠকে ২৯ জন বিধায়ক হাজির ছিলেন। সেই সঙ্গে হাজির ছিলেন বেশ কয়েকজন বিধান পরিষদের সদস্যও। তবে অজিত শিবির সূত্রের দাবি, আরও বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সমর্থন করবেন। সংখ্যাটা ৪০ বলে এনসিপির অজিত পাওয়ার শিবিরের তরফে জানানো হয়েছে। কিন্তু অনেকেই আজকের বৈঠকে ছিলেন না।

অন্যদিকে, শরদ পাওয়ারের ডাকা বৈঠকে এদিন হাজির ছিলেন ১৭ জন বিধায়ক, পাঁচজন সাংসদ এবং কয়েকজন এমএলসি। সংখ্যাটা অবশ্যই অজিত পাওয়ার শিবিরের তুলনায় অনেকটাই কম। তবে আগামীদিনে এই সংখ্যাটা বাড়বে বলে দাবি শরদ শিবিরের। শরদ শিবিরের অভিযোগ, অজিত পাওয়ার দলের বিধায়কদের ফোন করে বুঝিয়েছেন, বিজেপির সঙ্গে না গেলে তাঁদের বিধানসভা কেন্দ্রের উন্নয়নের কাজ আটকে যাবে। দলের বিধায়কদের ধরে রাখার ব্যাপারে কিছুটা দোলাচলে রয়েছে অজিত পাওয়ার শিবিরও। এদিনের বৈঠক শেষে নিজের শিবিরের বিধায়কদের একটি হোটেলে বন্দি করে ফেলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তবে বিধায়ক সংখ্যার নিরিখে কাকা শরদ পাওয়ারকে টেক্কা দিলেও কিছুটা অস্বস্তি কাজ করছে অজিত পাওয়ার শিবিরে। দলের প্রতীক এবং নাম নিজের দখলে রাখতে অন্তত ৩৬ বিধায়কের সমর্থন প্রয়োজন। এখনও সেই সংখ্যায় তাঁরা পৌঁছোতে পারেননি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CM Mamata Banerjee | দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, ভেতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে (Durgapur) হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার নির্বাচনি প্রচারে...

Fire | জেনারেটরে শর্ট সার্কিট! বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বিল্ডিং...

0
বাগডোগরাঃ শনিবার দুপুরে বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বহুতল বিল্ডিং। এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে স্টেশন মোড় এলাকার...

SSC Verdict | চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল সল্টলেক, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের এসএসসি ভবন। শনিবার বাম যুব সংগঠনের নেতৃত্বে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ।তখনই তাঁদের...

Dinhata | ‘দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে’, মন্ত্রী উদয়নের পোস্ট ঘিরে শোরগোল

0
দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতালে সক্রিয় দালালচক্র! জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে নার্সিংহোমে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ। সেখানে অপারেশন করছেন খোদ মহকুমা হাসপাতালের...

SSC Scam | ‘চাকরি বাতিলের তালিকায় কারা যোগ্য, তা বলা সম্ভব নয়’, কবুল করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল। ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক...

Most Popular