Sunday, May 12, 2024
HomeExclusiveSiliguri District Hospital | টাকা দিলেই আগে সিটি স্ক্যানের সুবিধা শিলিগুড়ি জেলা...

Siliguri District Hospital | টাকা দিলেই আগে সিটি স্ক্যানের সুবিধা শিলিগুড়ি জেলা হাসপাতালে

নিয়ম অনুযায়ী, এই রোগীদেরই প্রথমে সিটি স্ক্যান হওয়া উচিত। কিন্তু প্রাইভেটে চিকিৎসকের লেখা কাগজ নিয়ে এসে টেকনিসিয়ানের (Technician) হাতে কিছু টাকা দিতেই অন্য এক ব্যক্তিকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল।

রাহুল মজুমদার, শিলিগুড়ি: শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ শিলিগুড়ি জেলা হাসপাতালের সিটি স্ক্যান (CT scan) বিভাগের সামনে বেশ কয়েকজন রোগী বসে ছিলেন। কেউ বৃহস্পতিবার রাতেই অন্য হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছেন, কেউ আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগ থেকে সিটি স্ক্যানের জন্য লিখিয়ে এনেছেন, কেউ আবার অন্য শহর থেকে এখানে চিকিৎসা করাতে এসেছেন। প্রত্যেকের কাছেই শিলিগুড়ি জেলা হাসপাতালের (Siliguri District Hospital) চিকিৎসকের প্রেসক্রিপশন রয়েছে। নিয়ম অনুযায়ী, এই রোগীদেরই প্রথমে সিটি স্ক্যান হওয়া উচিত। কিন্তু প্রাইভেটে চিকিৎসকের লেখা কাগজ নিয়ে এসে টেকনিসিয়ানের (Technician) হাতে কিছু টাকা দিতেই অন্য এক ব্যক্তিকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল। অপেক্ষাকৃত বেশি অসুস্থ রোগীদের অন্তত ৪৫ মিনিট বাইরে বসিয়ে রাখা হল।

অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়ি জেলা হাসপাতালের পিপিপি মডেলে চলা সিটি স্ক্যান বিভাগে এমনটাই চলছে। চোখের সামনে এসব চললেও সেদিকে কারও কোনও নজর নেই। কারও প্রতিবাদ করার কোনও জো নেই। কারণ কর্মীদের একাংশের এমন ব্যবহার যে সাধারণ কথা জানতে গেলেও রোগীর পরিজনদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি একবার বললেন, ‘প্রাইভেটে চিকিৎসক দেখিয়ে এখানে সিটি স্ক্যান করানোর বিষয়টি সম্প্রতি বন্ধ করা হয়েছে।’ কিছুক্ষণ বাদেই তাঁর বক্তব্য, ‘আগে তিনটে পদ্ধতিতে এই পরিষেবা দেওয়া হত। এখন মেডিকেল বা বাইরের হাসপাতাল থেকে এলে আগে শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকদের দিয়ে লেখাতে হবে। বাইরে থেকে লিখিয়ে আনলে একটা ন্যূনতম টাকা দিয়ে হাসপাতালে এই পরিষেবা মেলে।’ হাসপাতাল সুপারেরই দু’রকম মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে টাকা দিলেই যে কেউ বাইরে থেকে এসে স্ক্যান করাতে পারে। অভিযোগ, বেশি টাকা দিলে হাসপাতালের চিকিৎসকদের দেখা রোগীদের (Patient) বসিয়ে রেখে বাইরের রোগীদের আগে স্ক্যান করানো হয়। শুক্রবারও এমনটা হয়েছে। এদিন হাসপাতালের চিকিৎসকের দেখা রোগীরা বসে ছিলেন। সেই জায়গায় বাইরে থেকে আসা এক রোগীকে আগে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। কাগজ তৈরির আগেই ওই রোগীর আত্মীয়কে সিটি স্ক্যানের ঘরে ডাকা হয়। সেখানেই টাকার লেনদেন হয় বলে অভিযোগ। এনিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকদের একাংশও ক্ষোভ জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

0
ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে...

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Most Popular