রাজ্য

টেন্ডার প্রত্যাহার না করায় শাস্তি! ঠিকাদারকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা

নকশালবাড়ি: অনলাইন টেন্ডার প্রত্যাহার না করায় ঠিকাদারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত ঠিকাদার দলের শীর্ষ নেতৃত্ব ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। কিন্তু এখনও ওই নেতার বিরুদ্ধে কোনও পক্ষই ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কিত আক্রান্ত ঠিকাদার ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে গত ১৯ জানুয়ারি নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়ায়। অভিযুক্ত নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ঠিকাদারি করেন বাবুপাড়ার বিকাশ ঘোষ। সম্প্রতি নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে হাটের শেড মেরামত ও পার্ক সংস্কার নিয়ে দুটি কাজের জন্য প্রায় ১৩ লক্ষ টাকার অনলাইন টেন্ডার করা হয়েছিল। কাজগুলির বরাত পান বিকাশবাবু। কিন্তু তৃণমূল নেতৃত্বকে এড়িয়ে কাজ পাওয়ায় বিকাশবাবুকে টেন্ডার প্রত্যাহারের চাপ দিচ্ছিলেন বাবুপাড়ার বাসিন্দা তৃণমূলের নকশালবাড়ির ব্লক সম্পাদক সমর ঘোষ। তাঁর স্ত্রী বাসন্তী ঘোষ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যা। বিকাশবাবুর অভিযোগ, টেন্ডার প্রত্যাহার  না করায় সমরবাবু প্রকাশ্যে তাঁর কলার ধরে মারধর করেন। তাঁর আরও অভিযোগ, পরে নকশালবাড়ি মার্কেট ভবনে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি করে খুনের হুমকিও দিয়েছেন সমরবাবু। ফলে আতঙ্কিত বিকাশবাবু ১৯ জানুয়ারি ঘটনাটি লিখিতভাবে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানান। উল্লেখ্য, সমরবাবু নকশালবাড়ি কনট্রাক্টর অ্যাসোসিয়েশনের সচিব। তিনি বিকাশবাবুর সব অভিযোগ খারিজ করে পালটা চ্যালেঞ্জের সুরে বলেন, ‘মারধরের প্রমাণ দেখাক সে। অনলাইন টেন্ডারে সেও আবেদন করেছে অন্যান্যরাও জমা দিয়েছে। দেখা যাক কে পায়।’

এপ্রসঙ্গে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, রাজ্য সরকারের নিয়মে ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে। কোনও নেতার চাপের কাছে আমরা মাথা নত করব না। পঞ্চায়েতের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে দল যা ব্যবস্থা নেবে তাই হবে। তৃণমূলের নকশালবাড়ির ব্লক সভাপতি পৃথ্বীশ রায় জানান, কোনও ঠিকদারকে টেন্ডার প্রত্যাহারের জন্য চাপ দেওয়া কোনও মতেই বরদাস্ত করা হবে না। বিকাশবাবু সব কিছু জানিয়েছেন। দু’পক্ষকে ডেকে মুখোমুখি বসিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় সূত্রের দাবি, নকশালবাড়িতে সমরবাবুর বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। আগের বাম আমলে তিনি নকশালবাড়ির ঠিকাদার ইউনিয়নের সর্বেসর্বা ছিলেন। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কাজের বরাত কোন ঠিকাদার পাবে, কার কাছ থেকে কত টাকা আদায় করতে হবে সবই তিনি ঠিক করেন। স্বামী-স্ত্রী দুজনেই নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু তিনি পিছন দরজা দিয়ে ঠিকাদারি কায়েম করেছেন। রাজ্যে সরকার বদলের পরও নকশালবাড়ির ঠিকাদারদের ভাগ্য নিয়ন্ত্রক তিনিই বলে ঠিকাদারদের একাংশের অভিযোগ। অন্যদের ভাগও তাঁর মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। নতুন দলে যোগ দিয়েই নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী হিসাবে স্ত্রীকে ভোটে জিতিয়ে আনেন। বাম আমলে এই দম্পতি নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের চারবারের সদস্য ছিলেন। তৃণমূল জমানাতেও তাঁর উপর একই দায়িত্ব বর্তেছে বলে ঠিকাদারদের অভিযোগ।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | সেবক রোড এবং বর্ধমান রোডের গাছ অন্যত্র প্রতিস্থাপনে পরিবেশ কমিটির বৈঠক

শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড এবং বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের জন্যে ১৭৯টি গাছ অন্যত্র স্থানান্তরিত করতে…

3 hours ago

Siliguri | ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা পুরনিগমের

শিলিগুড়ি: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিষ্কার…

3 hours ago

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল…

4 hours ago

CBSE 2024 | সিবিএসই-র দশমে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবাং কৌশিক শর্মা, দ্বাদশে সেরা লাবণ্য

শিলিগুড়ি: সিবিএসই (CBSE 2024) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হল জিডি গোয়েঙ্কা…

4 hours ago

Maharashtra | গড়চিরৌলিতে বড় অভিযান, নিকেশ দুই মহিলাসহ ৩ মাওবাদী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলাসহ…

4 hours ago

Itahar | বাড়িতে বিজেপির ক্যাম্প করার মাশুল! ইটাহারে ঘরছাড়া পরিবার

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: নির্বাচনের দিন বাড়িতে বিজেপির ক্যাম্প অফিস (BJP Camp Office) করায় আক্রান্ত হতে…

5 hours ago

This website uses cookies.