Breaking News

‘ব্রিটিশদের মতো এই সরকারকেও…’, বিস্ফোরক কুস্তির ‘দ্রোণাচার্য’ মহাবীর ফোগাট

নয়াদিল্লি: ‘ব্রিটিশদের মতো এই সরকারকেও তাড়াবে দেশের জনগণ’, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কুস্তিগির ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর ফোগাট। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ দেশের প্রথমসারির কুস্তিগিররা। এমন প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছেন মহাবীর।

রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই রাস্তায় ফেলে কুস্তিগিরদের চরম হেনস্তা করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। আটক করার কয়েকঘণ্টার মধ্যেই ভিনেশ ফোগাট-সাক্ষী মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে কুস্তিগিররা জানান, তাঁদের সমস্ত পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন। সেই মতো মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ হরিদ্বারের হর কি পৌরি ঘাটেও পৌঁছে যান কুস্তিগিররা।

যদিও শেষ পর্যন্ত কৃষক নেতা নরেশ টিকায়েতের অনুরোধে সেই সিদ্ধান্ত বদল করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ অন্য কুস্তিগিররা। তারপরই কেন্দ্রকে সাফ হুঁশিয়ারি দেন। কুস্তিগিররা বলেন, ‘আগামী পাঁচদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণকে।’ ততদিন পর্যন্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখছেন কুস্তিগিররা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভিনেশের কাকা মহাবীর ফোগাট। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও।

হরিয়ানায় তাঁর নিজের গ্রাম বালালিতে একটি সাক্ষাৎকারে মহাবীর বলেছেন, ‘আমি আমার মেয়েদের পদকের যোগ্য করে তুলেছি। আজ তাঁদের অবস্থা দেখা যাচ্ছে না। দুঃখজনকভাবে খেলোয়াড়দের তাঁদের পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। কৃষক নেতারা তাঁদের আবেগ বুঝতে পেরেছেন। এখন সারা দেশ এমনভাবে ঐক্যবদ্ধ হবে যে সরকার মাথা নত করতে বাধ্য হবে। সরকার যদি এ বিষয়ে এখনই উদ্যোগী না হয়, তাহলে দেশের মানুষ যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছিল, ঠিক তেমনই তাদেরও তাড়িয়ে দেবে।’

কৃষক নেতা রাকেশ টিকায়েত, তাঁর ভাই নরেশ টিকায়েত আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। এপ্রসঙ্গে প্রাক্তন কুস্তিগির বলেছেন, ‘কৃষক নেতারা আমাদের মেয়েদের অনুভূতি বুঝেছেন। এবার গোটা দেশে আন্দোলন শুরু হবে এবং ব্রিজভূষণকে জেলে যেতে হবে।’

এদিকে, ফোগাট বোনদের জন্য বিখ্যাত বালালি গ্রামের বাসিন্দারা বৈঠক করে মহিলা কুস্তিগিরদের ন্যায়বিচার পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। মহাবীর ফোগাটের আশঙ্কা, মহিলা কুস্তিগিরদের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে মেয়েরা কুস্তিতে আসা বন্ধও করে দিতে পারেন।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Siliguri rape case | শিলিগুড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

শিলিগুড়ি: শাশুড়ি ভর্তি নার্সিংহোমে। কাজের সূত্রে ছেলে থাকে দিল্লিতে। সেই সুযোগে ৩৪ বছর বয়সি পুত্রবধূকে…

15 mins ago

Madan Tamang | ১৪ বছরেও খুনিরা শাস্তি পায়নি, ভগবান ভরসায় ভারতী তামাং

শিলিগুড়িঃ মদন তামাংয়ের হত্যার ১৪ বছর পরেও দোষিরা শাস্তি না পাওয়ায় ক্ষুব্ধ স্ত্রী ভারতী তামাং।…

20 mins ago

Elephant attack | দাঁতালের হানা, প্রাণে বাঁচলেও পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ায় পড়ে জখম যুবক

নাগরাকাটা: দাঁতালের হানা (Elephant attack)। বরাতজোরে প্রাণে বাঁচলেন যুবক। তবে পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ার মধ্যে…

37 mins ago

Sand smuggling | বালিপাচার চক্র সক্রিয় চোপড়ায়, অবৈধ ঘাটে অভিযান চালিয়ে ১১টি ট্রাক আটক করল পুলিশ

চোপড়াঃ নদী থেকে বালি তোলার যন্ত্রাংশ ও কয়েকটি বালি বোঝাই গাড়ি আটক করল চোপড়া থানার…

54 mins ago

NBU | গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কারের দাবি, উত্তপ্ত বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU)-র গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ…

1 hour ago

Malda | অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে টাস্কফোর্সের অভিযান

মালদা: অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে এবার মালদায় (Malda) আমবাজারে হানা দিল স্বাস্থ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার…

2 hours ago

This website uses cookies.