Breaking News

‘ব্রিজভূষণকে গ্রেপ্তার করা উচিৎ’, কুস্তিগিরদের সমর্থনে মোমবাতি মিছিল করে দাবি মমতার

কলকাতা: কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে ফের গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যতদিন না পর্যন্ত কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিবাদ আন্দোলন চলবে। এদিন ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হন মমতা। সেখান থেকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, কুস্তিগিরদের ওপর অত্যাচার হচ্ছে। পুলিশ দিয়ে মারধর করানো হচ্ছে।

এদিন গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিল করে গান্ধিমূর্তির পাদদেশের দিকে মোমবাতি মিছিল করে তৃণমূল। সামনের সারিতে ক্রীড়াবিদদের রেখে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। আগামীতে কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার কুস্তিগিরদের সমর্থনে হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল করেন মমতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রিকেটার মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, কৃষ্ণেন্দু রায়, গৌতম সরকার, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য খেলোয়াড়রা। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীকে মমতা নির্দেশ দিয়েছিলেন কুস্তিগিরদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করার। সেই মতো নবান্নে বৈঠক শেষ করে মিছিলে প্ল্যাকার্ড হাতে শামিল হন মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রতিবাদে শামিল হয়েছেন দেশের কুস্তিগিররা। গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্না দিচ্ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা। মঙ্গলবার তাঁরা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত কুস্তিগিররা পদক বিসর্জন দেননি। কৃষক নেতারা গিয়ে তাঁদের আটকে দেন। এরপর কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিনের সময় দিয়েছেন কুস্তিগিররা। এর মধ্যে কোনও ব্যবস্থা না নিলে তাঁরা আরও বড় আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে এক নাবালিকা সহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ। যদিও এখনও পর্যন্ত ব্রিজভূষণকে গ্রেপ্তার করার মতো কোনও প্রমাণ পুলিশ পায়নি বলে জানিয়েছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok Sabha Election 2024 | তৃতীয় দফা ভোটের আগে দলের প্রার্থীদের চিঠি লিখলেন মোদি, কী রয়েছে সেই চিঠিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগেই প্রধানমন্ত্রীর (Prime Minister) বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ উঠেছিল।  এবার পিছিয়ে পড়া…

9 hours ago

Totapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

নাগরাকাটা: শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের প্রাক্কালে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে…

10 hours ago

Gorumara National Park | কেমন আছে গরুমারা? খতিয়ে দেখতে এলাকায় ফরাসি প্রতিনিধি দল

শুভদীপ শর্মা ও অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: গরুমারা জঙ্গল (Gorumara National Park) কীভাবে পরিচালিত হচ্ছে? কেমনই…

10 hours ago

Harirampur | চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

হরিরামপুর: বাড়ি থেকে একশো মিটার দূরে চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল এলাকাজুড়ে।…

11 hours ago

Kaliyaganj | প্রভাবশালীদের দাপটে ভরাট হচ্ছে পুকুর ও নদী! পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ফের শিরোনামে কালিয়াগঞ্জের (Kaliyaganj) শ্রীমতি নদী। বেলাগাম মাটি চুরির অভিযোগে ক্ষিপ্ত সেখানকার…

11 hours ago

Mohit Sengupta | ৭ বছর পর মিলল স্বস্তি, অর্থ তছরুপ মামলায় বেকসুর খালাস মোহিত

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: ২০১৬ সালে রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) মেয়াদ শেষ হয়। নির্বাচিত পুরপ্রধান মোহিত…

12 hours ago

This website uses cookies.