Thursday, May 16, 2024
HomeBreaking Newsএনডিএ-র ৪৩০ সাংসদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন মোদি, প্রথমেই ডাক দিলীপ-সুকান্তদের

এনডিএ-র ৪৩০ সাংসদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন মোদি, প্রথমেই ডাক দিলীপ-সুকান্তদের

নয়াদিল্লি: লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’র মোকাবিলায় এবার কোমর বেঁধে আসরে নেমেছে বিজেপি। ৩১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত এনডিএ’র ১১ দলের ৪৩০ জন লোকসভা ও রাজ্যসভা সাংসদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের প্রথমদিন যোগ দেওয়ার জন্য সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ পশ্চিমবঙ্গের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। এনডিএ সাংসদদের এই বৈঠকে মোদি ছাড়াও বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সহ আরও অনেকে রয়েছেন। বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের এনডিএ শরিকদের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

৩১ জুলাই বৈঠকে অংশ নেবে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড ও ব্রজ অঞ্চল, বাংলা, ঝাড়খণ্ড এবং ওডিশার ৮৩ জন এনডিএ সাংসদের দু’টি দল। ২ অগাস্ট উত্তরপ্রদেশের বাকি অংশ, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, পুদুচেরি, আন্দামান ও লক্ষদ্বীপের ৯৬ জন সাংসদের দু’টি দল বৈঠকে অংশ নেবে। ৩ অগাস্ট, বিহার, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ৬৩ জন সাংসদের দু’টি দল বৈঠক করবে। এরপর ৮ অগাস্ট মহারাষ্ট্র, রাজস্থান এবং গোয়ার ৭৬ জন সাংসদের দু’টি দলের বৈঠক হবে। ৯ এবং ১০ অগাস্ট গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দমন-দিউ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির এনডিএ সাংসদরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পারেন। ৩১ জুলাই সমন্বয়কারী হিসাবে থাকবেন সঞ্জীব বালিয়ান, বিএল বর্মা এবং ধর্মেন্দ্র প্রধান। ২ অগাস্ট সমন্বয় করবেন প্রহ্লাদ যোশি, মুরলীধরন এবং অনুপ্রিয়া প্যাটেল। ৩ অগাস্ট, অনুরাগ ঠাকুর, নিত্যানন্দ রাই এবং অজয় ভট্টের সমন্বয়ে মোদির সঙ্গে বৈঠক হবে। ৮ অগাস্ট সমন্বয়কারীর ভূমিকায় থাকবেন ভারতী পাওয়ার এবং কপিল পাতিল। প্রসঙ্গত, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দিন দিল্লিতে এনডিএর বৈঠক হয়েছিল। প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষনেতারা ওই বৈঠকে হাজির ছিলেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! নির্বাচন কমিশনে তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Bjp candidate Abhijit Ganguli)। পদ্মের প্রার্থী হয়েছেন তমলুক থেকে। রাজনীতির আঙিনায়...

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

0
হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নয়ন রায়(২৪) ও...

Malda lightning | মালদাজুড়ে বজ্রপাতে প্রাণহানি অন্তত ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় বজ্রপাতে (Malda lightning) মৃত্যু হল ১১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ...

Death at Gym | ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর, পরে মৃত্যু

0
রায়পুর: ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল কিশোর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা। রায়পুরের খামতারাই এলাকার...

King Cobra | দক্ষিণ ধূপঝোরায় প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

0
চালসা: প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা (King Cobra) উদ্ধার হল মেটেলি (Matelli) ব্লকের দক্ষিণ ধূপঝোরায়। বৃহস্পতিবার ঢাঙ্গাধুরা এলাকার রাব্বু আলমের বাড়ির সুপারি বাগান...

Most Popular