Thursday, May 16, 2024
HomeBreaking Newsবিরোধীশূন্য সংসদে মণিপুর প্রসঙ্গ ছুঁয়ে গেলেন নমো, বললেন ‘দেশ পাশে আছে’

বিরোধীশূন্য সংসদে মণিপুর প্রসঙ্গ ছুঁয়ে গেলেন নমো, বললেন ‘দেশ পাশে আছে’

নয়াদিল্লি: ‘দেশ মণিপুরের পাশে আছে, দোষীরা শাস্তি পাবেই’, বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্বের রাজ্যটিতে হিংসা ও বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম সংসদ। বুধবার মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী ও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি। মোদির উদ্দেশ্যে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের বক্তব্য ছিল, ‘আপনি দেশপ্রেমী নন আপনি দেশদ্রোহী। মণিপুরে হিন্দুস্থান ও ভারতমাতার হত্যা করা হয়েছে।’

রাগার এই মন্তব্যের জবাবে মোদি কী বলেন, সেদিকেই নজর ছিল গোটা দেশের। প্রত্যাশিতভাবেই এদিন মুখ খোলেন মোদি। তবে বক্তব্যের শুরুতে তিনি জাতীয়-আন্তর্জাতিক স্তরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। এরপর নাম না করে কংগ্রেস সাংসদকে নিশানা করে তিনি বলেন, ‘ভারতমাতাকে নিয়ে মন্তব্যে দেশবাসী দুঃখ পেয়েছেন।’

এদিন ৫টা বেজে ৯ মিনিটে লোকসভায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। ৬টা ৪১ নাগাদ তিনি মণিপুর নিয়ে মুখ খোলেন। তার আগে থেকেই বিরোধীরা মণিপুর নিয়ে স্লোগান দিচ্ছিলেন। যদিও প্রধানমন্ত্রী সেই দাবিতে আমল না দিয়ে তাঁর দীর্ঘ বক্তব্য চালিয়ে যান। তাঁর জবাবি ভাষণের মধ্যেই ওয়াকআউট করেন বিরোধীরা। কার্যত বিরোধীশূন্য লোকসভায় ভাষণ দেন মোদি। এনিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছাই নেই বিরোধীদের। তাদের মণিপুর নিয়ে শোনার ধৈর্য্য নেই।’

এরপরই দেশবাসীকে আশ্বস্ত করে মোদির মন্তব্য, ‘মণিপুরে শান্তির সূর্যদয় হবেই। দেশ মণিপুরের পাশে আছে, দোষীরা শাস্তি পাবেই। অভিযুক্তদের শাস্তি দিতে কেন্দ্র ও রাজ্য সরকার এক সঙ্গে কাজ করছে।’ মণিপুর নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলেও এদিন তোপ দাগেন মোদি। সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারত তাঁর হৃদয়ের টুকরো বলে জানান। ভারত ভাগ নিয়ে কংগ্রেসকে বিঁধে করে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘কংগ্রেস ভারতকে তিন টুকরো করেছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malda lightning | মালদাজুড়ে বজ্রপাতে প্রাণহানি অন্তত ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় বজ্রপাতে (Malda lightning) মৃত্যু হল ১১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ...

Death at Gym | ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর, পরে মৃত্যু

0
রায়পুর: ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল কিশোর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা। রায়পুরের খামতারাই এলাকার...

King Cobra | দক্ষিণ ধূপঝোরায় প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

0
চালসা: প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা (King Cobra) উদ্ধার হল মেটেলি (Matelli) ব্লকের দক্ষিণ ধূপঝোরায়। বৃহস্পতিবার ঢাঙ্গাধুরা এলাকার রাব্বু আলমের বাড়ির সুপারি বাগান...

FIFA | ‘কিংবদন্তীর অবসর’, সুনীলকে সম্মান ফিফার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী সুনীল ছেত্রী। অবসর ঘোষণার পরেই তাঁকে সম্মান জানাল ফিফা। সোশ্যাল...

Land Dispute | জমি বিবাদের জের, বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে

0
হরিশ্চন্দ্রপুর: জমি বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের যোগী লাল এলাকায় ঘটনাটি ঘটেছে।...

Most Popular