কিশনগঞ্জঃ বাড়িতেই রমরমিয়ে চলছিল রক্তের অবৈধ কারবার। ছিল রক্ত সংরক্ষণের ব্যবস্থাও। এই রক্ত বিক্রি চক্রের হদিস পেল কিশনগঞ্জ পুলিশ। মঙ্গলবার এমনই এক ঘাঁটিতে হানা দিয়ে পুলিশ বাজেয়াপ্ত করল বেশ কয়েকটি রক্ত ভর্তি পাউচ। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে কিশনগঞ্জ থানার পুলিশ হানা দেয় গাছপাড়া গ্রাম পঞ্চায়েতের বোমাবস্তিতে। সেখানে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ব্লাড ব্যাংক খুলে রমরমিয়ে রক্তের কারবার চালিয়ে যাচ্ছিলেন জনা কয়েক যুবক। সেখানে হানা দিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে ২১ টি রক্ত ভর্তি পাউচ ও ৬টি খালি রক্তের পাউচ। এদিকে পুলিশের আসার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রক্তের অবৈধ কারবারীরা।
কিশনগঞ্জ জেলা পুলিশ সুপার ডাঃ এমানুল হক মেগনু জানান, কিশনগঞ্জের বোমাবস্তিতে ব্লাড ব্যাংক খুলে অবৈধভাবে রক্তের ব্যবসা করছিল কতিপয় যুবক। সেখানেই ছিল রক্ত নেওয়া ও সংরক্ষনের ব্যবস্থা। মোটা টাকার বিনিময়ে সেই রক্ত বিক্রি করা হত মুমুর্ষ রোগীদের কাছে। এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।