Thursday, May 2, 2024
HomeBreaking NewsLok Sabha Election 2024 | কড়া নিরাপত্তায় উত্তরবঙ্গের ৩ লোকসভা আসনে শুরু...

Lok Sabha Election 2024 | কড়া নিরাপত্তায় উত্তরবঙ্গের ৩ লোকসভা আসনে শুরু ভোটগ্রহণ, থাকল লাইভ আপডেট

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে প্রথম দফার ভোটপর্ব।

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে প্রথম দফার ভোটপর্ব। এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লাইন শুরু হয়ে যায়।  প্রাথমিক প্রস্তুতির পর এজেন্টদের উপস্থিতিতে মক ভোটিংও সম্পন্ন হয় বুথগুলিতে।   কোচবিহার আসনে মূল লড়াই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার মধ্যে।  অন্যদিকে আলিপুরদুয়ারেও লড়াইয়ে আছেন তৃণমূলের প্রকাশ চিকবড়াইক, বিজেপির মনোজ টিগ্গা ও আরএসপির মিলি ওরাওঁ। জলপাইগুড়িতে লড়াই বিজেপির জয়ন্ত রায়, বাম কংগ্রেস জোটের প্রার্থিী দেবরাজ বর্মন ও তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের মধ্যে। ভোটগ্রহণকে ঘিরে গতকাল রাত থেকেই কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে।

  • কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারী অঞ্চলের রাজপুরে গতকাল রাতে আক্রান্ত হন বিজেপির বুথ সভাপতি।
  • জলপাইগুড়ি লোকসভা আসনের ডাবগ্রাম-ফুলবাড়ির চতুরাগছ এলাকায় বিজেপির বুথ আফিস গতকাল  রাতের অন্ধকারে জ্বালিয়ে দেবার আভিযোগ উঠেছে।
  • ভোটের ডিউটিতে এসে মৃত্যু হলো কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত জওয়ানের নাম নিলেস কুমার নিলু(৪২)। মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন।  তিনি বিহারের বাসিন্দা।  তবে গভীর রাতে তাঁর সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন।তাঁকে।  মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।।
  • আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সাত সকালেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন।  শহরের এক নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ের ১২/১৭৬ নম্বর বুথের ভোটার বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান দুজনেই।
  • তুফানগঞ্জের হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের
  • তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • কোচবিহারের চান্দামারিতে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • দিনহাটার ২ ব্লকের শালমারার বিজেপি নেতা তরণীকান্ত বর্মন গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! অভিযোগে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
  • ভোট কেন্দ্রের ভেতরে কেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়? প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়। তাঁর অভিযোগ, ‘ভাইস চেয়ারম্যান সৈকত ভোট কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন। নির্বাচন কমিশনকে আমি অভিযোগ জানিয়েছি।’ সৈকতের পালটা দাবি, তিনি এই বুথের ভোটার। তিনি কাউকে প্রভাবিত করছেন না।
  • তুফানগঞ্জের ২২৬ এবং ২২৭ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি দিয়েছে বিজেপির লোকজন। এমনকি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
  • সিতাই বিধানসভার গ্রাম পঞ্চায়েতের রাজাখোড়া গ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল প্রার্থী।
  • ইভিএম মেশিন বিকল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ৬৪ নম্বর বুথ চৌরঙ্গীর বোকনাবান্ধা নেতাজি ফোর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ১০টা ১০ মিনিট থেকে আধঘণ্টার জন্য বন্ধ ছিল ভোটগ্রহণ প্রক্রিয়া।
  • লক্ষ্মীপাড়া চা বাগানের ২২৫ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বারলা।
  • জলপাইগুড়ির বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের ২০/৮ নম্বর কলাগাইতি প্রাথমিক স্কুল বুথের বাইরে বিজেপি সমর্থক সুমন রাইকে লাঠিপেটার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ শর্মার অনুগামীদের দিকে। অভিযোগ অস্বীকার অনুপের।

  • দিনহাটার ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে উদ্ধার তাজা বোমা। এখনও বোমা নিষ্ক্রিয় করা হয়নি বলে অভিযোগ।

  • কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলল বিজেপি। সেখানেও এদিন সকালে নয়টি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে।

  • শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত ভোটার। বিনোদ সরকার নামে এক ভোটার জখম হয়েছেন বলে অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik result | আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন সাইটে নজর রাখবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের...

IPL-2024 | ব্যর্থ ঋতুরাজের লড়াই, ৭ উইকেটে পঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে...

Recruitment scam | ২০২০ সালের নিয়োগেও দুর্নীতি! মেধা তালিকায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, বিস্মিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের পর এ বার প্রশ্ন উঠল ২০২০ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ। আর এই দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন...

Viral Post | ধনী ঘরের ছেলে চাই, মেয়ের ঘটকালির জন্যই তিন লক্ষ টাকা খরচ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গ যখন সন্তানের বিয়ের, তখন বাবা-মায়েরা সবথেকে ভালো পাত্র-পাত্রীর খোঁজ করেন। তবে আজকালকার দিনে বিয়ের সম্বন্ধ খোঁজা আর জটিল ব্যাপার...

Kunal Ghosh | ‘যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী’, বিস্ফোরক ‘অপসারিত’ কুণাল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় দলীয় পদ থেকে কুণাল ঘোষকে অপসারণ করেছে তৃণমূল কংগ্রেস। আর এরপরই রাজ্যের নিয়োগ দুর্নীতি...

Most Popular