Sunday, May 19, 2024
Homeউত্তর সম্পাদকীয়তিনিই শেষে আজও মিলিয়ে দিয়ে যান

তিনিই শেষে আজও মিলিয়ে দিয়ে যান

  • সুমনা ঘোষদস্তিদার

বাজারে ঢোকার মুখে তার গা-ঘেঁষে গিয়েছে সরু ঘিঞ্জি গলি। গলিতে ঢুকতেই সার সার দোকান। দোকান পেরিয়ে অনেক ছোট ছোট ঘর।

এখানে কারও ভোর হয়, অপরিচিতের সঙ্গে একই ঘরে অনিচ্ছুক স্পর্শ শরীরে নিয়ে, কারও বাড়িতে ছেড়ে আসা ছোট্ট মেয়েটির জন্য চোখের জলে বালিশ ভিজিয়ে, কারও ভোর হয় বাইরে রাত কাটিয়ে লাল চোখে, কেউ পরিবার নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে-জাপটিয়ে কাটান রাত যাঁরা সকালটুকু বরাদ্দ রেখেছেন কাজের জন্য।

পঁচিশে বৈশাখ। পিচ রাস্তাজুড়ে চলেছে কত কত ছেলেমেয়ে। কেউ নাচছে, গাইছে, কেউ কবিতা বলছে। হেঁটে চলেছেন কত মানুষ, কেউ কেউ ট্রাকে বসে রবি ঠাকুরের ছবি নিয়ে গুছিয়ে বসেছেন। গাইছেন, আবৃত্তি করছেন। তাঁদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ছবি, গলায় দুলছে মালা কিন্তু শুধুই কি ওই ছবিতেই আটকে রবীন্দ্রনাথ ঠাকুর? না। যদিও শিশুদের তার সঙ্গে পরিচয় বইতে, কিছু গানে, কবিতায়। একটু একটু করে যখন বুঝতে শেখা, জানতে শেখা, অনুভব করতে শেখা তখন বুকের ওঠানামায় জড়িয়ে যান রবীন্দ্রনাথ। শরৎ মেঘে তিনি, আলোতে, আঁধারে, বাতাসে তিনি, চুন খসা দেওয়াল জুড়েও তিনিই।

 কিন্তু ওঁরা? যাঁদের নিষিদ্ধপল্লিতে বাস? তাঁদের জীবনে কি রবীন্দ্রনাথ নেই? তাঁদের রোদন, বেদন,  উচ্ছ্বাস, পাওয়া, না-পাওয়ার গল্পে কোথাও কি নেই তিনি? তাঁরা জানেনও না তাঁদের ফেলে আসা জীবনের সঙ্গে কত গল্প, উপন্যাস, নাটকের চরিত্রের হুবহু মিল রয়েছে। তাঁরা জানলেন না, চিনলেন না, আশা, নিরুপমা, বিনোদিনী, মৃণাল, অনামিকাদের। যে নিষিদ্ধপল্লিতে শুধুই নিষিদ্ধ জিনিসের উদোম উল্লাস, সেখানে রবীন্দ্রনাথের বাল্মীকিপ্রতিভার বাল্মীকি বেশে যে ছবি, তা বুকে নিয়ে গিয়েছিলাম ওদের পাড়ায় ২৫ শে’র ভোরে।

‘ওঁকে চেনো তোমরা?’

‘চিনি। রবি ঠাকুর। মাধ্যমিকে ফেল করলাম। কিন্তু দশ ক্লাস অবধি পড়েছি তো।’

‘মনে আছে কোনও কবিতা, গান?’ এসব কথা বলতেই মায়েরা তাঁদের ছেলেমেয়েদের (যাঁরা তাঁদের পরিবার নিয়ে থাকেন) ডেকে আনলেন।

‘আজ রবি ঠাকুরের হ্যাপি বার্থ-ডে রে, কবিতা শোনা। ভুললে চড়াব বলে দিচ্ছি, টুম্পা তুই নাচ করবি। জলদি সেজে আয়।’ দোলন বলেছিলেন ধমকের সুরে।

ছবি সাজানো হল, প্রদীপ, ধূপ ওরাই এনে দিল। ছেলেমেয়েদের সঙ্গে মায়েরাও ফুল দিলেন ওঁর পায়ে। শুরু করল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…।’ সবাই গলা মেলালেন নিজের মতো করে। দু’তিনজন মেয়ে এসে এ-ওর কানে ফিশফিশিয়ে কিছু বলে গেল। তাঁরা নড়লেন না। বললেন, ‘আজ  প্রথম আমাদের পাড়ায় রবি ঠাকুর এলেন যে, আজ কাম ধান্দা সব পড়ে। চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে- এ সিনেমার গান নয় রে রবি ঠাকুরের গান। কেউ বলেইনি এতদিন।  এ গান তো আমি জানি।’ তাঁর গলায় আকুতি ঝরে পড়ছিল। তাঁরা কী গাইছেন তা কি জানেন? নাই বা জানলেন সে গানের অর্থ। তাই বলে তো তাঁর গেয়ে ওঠা মিথ্যে নয়, মিথ্যে নয় তাঁর গান। এখানেই তো তিনি রবীন্দ্রনাথ।

(লেখক শিক্ষক। জলপাইগুড়ির বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

digging-ponds-to-prevent-water-problems-in-nagarakata

Nagrakata | জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল, জলকষ্ট ঠেকাতে পুকুর খনন নাগরাকাটায়

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: পানীয় জলসংকট মোকাবিলায় এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল পুকুর(Pond) খনন। জলাশয় তৈরি করে সেই জল পরিষ্কার করে তা পাম্পের সাহায্যে...

Aishwarya Rai Bachchan | হাতে প্লাস্টার নিয়েই নজর কেড়েছেন, দেশে ফিরতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) দিন কয়েক আগেই ডান হাতে চোট পান ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai...

Balurghat | আত্রেয়ীতে তলিয়ে গিয়েছিল দুই বোন, টোটোচালকের তৎপরতায় বাঁচল প্রাণ

0
বালুরঘাট: আত্রেয়ী নদীতে (Atrayee River) স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বোন। অবশেষে এক টোটোচালকের তৎপরতায় প্রাণে বাঁচল দুই যুবতী। ঘটনাটি বালুরঘাট (Balurghat) শহরের...

Knife attack | পুঞ্চে ন্যাশনাল কনফারেন্সের সমাবেশে ছুরি নিয়ে হামলা, আহত তিন

0
পুঞ্চ: ন্যাশনাল কনফারেন্সের সমাবেশ চলাকালীন ছুরি নিয়ে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।...

Attempt Murder | চা বাগান মালিককে গুলি করে হত্যার চেষ্টা, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু...

0
কিশনগঞ্জঃ চা বাগানের এক মালিককে গুলি করে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পাহাড়কাট্টা থানা এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে...

Most Popular