উত্তর সম্পাদকীয়

মন্ত্রীদের মারপিট যেন টিফিন ভাগের লড়াই

  • শুভাশিস দাশ

একটা সময় ছিল যখন দিনহাটা নিয়ে আমাদের গর্ব হত। দিনহাটার বাইরে গেলে লোকে বলত আপনি দিনহাটার? কমল গুহর জায়গার মানুষ? কিংবা বলত আপনি উমেশ মণ্ডল, ফজলে হক সাহেবের দেশের মানুষ? রাজনীতি ছিল, আছে এবং থাকবে কিন্তু আজ আর সেদিনের রাজনীতি নেই।

এখন দিনহাটার রাজনীতির ময়দানে দুই মন্ত্রীর কাদা ছোড়াছুড়ি আমাদের ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত। এ যেন মস্তানরাজ। সামনেই প্রীতির উত্সব দোল। দোলের তৃতীয় দিন কাদাখেলার একটা রেওয়াজ আছে এই অঞ্চলে। অনেকেই বলছেন দুই মন্ত্রীর তাহলে কি অকাল কাদাখেলা?

একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অপরদিকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

দিনহাটার মাটিতে উদয়ন গুহ আক্রান্ত হয়েছিলেন অপর দিকে নিশীথ প্রামাণিক বুড়িরহাটে আক্রান্ত হয়েছিলেন। এই আক্রমণ এবং পালটা আক্রমণের খেলা দিনহাটার রাজনীতিকে উত্তপ্ত করেছে।

ভোট এলেই আরও তীব্রতর হয়ে ওঠে এই কাদাখেলা। বক্তব্য গড়িয়ে যায় ধ্বস্তাধ্বস্তিতে, এ যেন স্কুল পড়ুয়া বালখিল্য বালকের টিফিন ভাগের দৃশ্য।

 মঙ্গলবার সন্ধ্যায় যে দৃশ্য দিনহাটার মানুষ দেখলেন তা একেবারেই অনভিপ্রেত। বিগত দিনেও আমরা দেখেছি ভোট এলেই এই দুই দলে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় দিনহাটার আনাচে-কানাচে। অথচ বৃহত্তর গণতন্ত্রের এই দেশ মানুষের কথা বলার অধিকার, মানুষের স্বাধীনভাবে বাঁচার যে পথ নির্দেশ দেয় তা আজ দিনহাটায় ব্যাহত।

গত বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের সময় আমরা দেখেছি কী ভয়ানক পরিস্থিতি। অন্য ভোটদাতাদের সঙ্গে এই প্রতিবেদক সপরিবার যার শিকার হয়েছিলেন ভোট দিতে গিয়ে। শাসকদলের চোখরাঙানি মানুষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করার একটা যন্ত্র হয়ে উঠেছিল যা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত পুর নির্বাচনে দিনহাটা পুরসভার যে ভোট হয়েছে তা প্রহসনে পরিণত হয়েছে।

দিনহাটা এখন উত্তপ্ত এক রাজনৈতিক অঙ্গন। এই অঞ্চলের মানুষ  ঘটনাগুলোকে আর নিতে পারছেন না। দুটো দলের দুই মন্ত্রী এখানে দল পালটানোর খেলায় মেতে উঠেছেন। এমনিতেই দুজনেই যখন তৃণমূল দলে ছিলেন, তখন প্রধান দল এবং যুব গোষ্ঠীর একটা প্রচ্ছন্ন গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই। যার ফলে আজকের এই পরিণতি বলে অভিজ্ঞ মহলের ধারণা। বিগত কয়েক বছর থেকে ভোট এলেই এই দুই দলের যে তাণ্ডব শুরু হয় তা দিনহাটাকে ভাবিয়ে তোলে।

অথচ এই দিনহাটায় দেখেছি একটা সময় রাজনীতিতে যে সৌজন্যবোধ ছিল তা আজ এই দুই মন্ত্রীর রেষারেষিতে তলানিতে ঠেকেছে।

কার কতটা দোষ এ বিচার করা দুরূহ। কিন্তু এই প্রকাশ্য সংঘর্ষ এবং রেষারেষি তা একেবারেই কাম্য ছিল না দুই নেতার কাছ থেকে। মানুষ ভোলেনি শীতলকুচির ঘটনা, ভোলেনি বাসন্তীহাটের রতন হত্যার ঘটনা। শাসকদল কর্তৃক বিরোধী দলের পার্টি অফিস ভাঙা এবং দখল আজও ভুলতে পারেনি দিনহাটার শান্তিপ্রিয় মানুষজন।

রাজনৈতিক এই অস্থিরতা শুধু মানসিক অশান্তিই নয়, অর্থনীতির উপরেও একটা বড় প্রভাব ফেলে। দিনহাটার সাধারণ মানুষ আগাগোড়াই শান্ত, শান্তিপ্রিয়। নেতারা যেন কথাটা মনে রাখেন।

(লেখক শিক্ষক। দিনহাটার বাসিন্দা)

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার…

25 mins ago

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী আতিশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী…

29 mins ago

Malda | ভোটার তালিকায় নাম তোলার দাবি, প্রশাসনের দ্বারস্থ ‘ভূতের দল’

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তাঁরা প্রত্যেকেই জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁরা…

29 mins ago

Raiganj | মাধ্যমিকে কৃতকার্য ১০০ শতাংশ দৃষ্টিহীন অপ্সরা, খুশি গোটা গ্রাম

রায়গঞ্জ: আর পাঁচটা ছেলেমেয়ের মতো জীবন নয় অপ্সরা খাতুনের। ১০০ শতাংশ দৃষ্টিহীন। মানসিক জোর যেন…

36 mins ago

Humayun kabir | তৃণমূলের গোষ্ঠীকোন্দলে মার্জিন কমবে ইউসুফের! মুর্শিদাবাদে অন্তর্ঘাতের দাবি হুমায়ুনের

বহরমপুরঃ ইউসুফকে হারাতে দলের ভিতরেই কোন্দল হয়েছে। কমতে পারে দলীয় প্রার্থীর জয়ের মার্জিন। বহরমপুর লোকসভা…

41 mins ago

Arrest TMC Leader | সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরুপ! রায়গঞ্জে জেলে গেলেন দুই তৃণমূল নেতা

রায়গঞ্জঃ ধর্মের কল কি বাতাসে নড়ে উঠল? সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা তছরুপে অভিযুক্ত…

1 hour ago

This website uses cookies.