Exclusive

Postage stamp | ডাকটিকিটে চায়ের অজানা তথ্য প্রদর্শনীতে

তমালিকা দে, শিলিগুড়ি: উত্তরবঙ্গের চা শিল্প তুলে ধরা হবে ডাকটিকিটে (Postage stamp)। চা সংস্কৃতির ইতিহাস জানতে পারবেন আগ্রহীরা। দার্জিলিং (Darjeeling), ডুয়ার্সের (Dooars) পাশাপাশি শ্রীলঙ্কা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের চায়ের ইতিহাসবিজড়িত এই ডাকটিকিট দেখা যাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালার আয়োজিত মেগা মিউজিয়াম প্রদর্শনীতে। ১৪ ও ১৫ মার্চ সংগ্রহশালা প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১৯৬০ সালে ভারতবর্ষে প্রথম ডাকটিকিট চালু করা হয়। যেখানে একজন মহিলাকে চা পাতা তুলতে দেখা যায়। এর থেকে পরিষ্কার যে ভারতবর্ষে চায়ের গুরুত্ব কতখানি রয়েছে। ১৫ পয়সা দামের সেই ডাকটিকিট ইন্টারনেট বা বইয়ে পড়ছে অনেকেই। কিন্তু তা দেখার সুযোগ হয়নি। সেই সুযোগই এবার এনে দিচ্ছে অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালা।

গতবছর ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনীর আয়োজন করে পড়ুয়া ও গবেষকদের মধ্যে সাড়া ফেলেছিল সংগ্রহশালা আয়োজিত প্রদর্শনী। তবে এবার শুধু মুদ্রা নয়, পাশাপাশি দেখা যাবে ব্রিটিশ আমলের বিভিন্ন স্ট্যাম্প পেপার, মিনিয়েচার আর্ট, টেরাকোটার শিল্প, প্রাচীন শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী ও কীভাবে সেগুলো তৈরি করা হয়েছে সেই কৌশল। মেদিনীপুর থেকে আগত হস্তশিল্পীদের শিল্পকলা তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। এছাড়াও থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির বৈচিত্র্যময় জীবনধারা। অনেকের কাছেই এই জনজাতির ইতিহাস অজানা। যার ফলে তাদের সংস্কৃতির বিস্তার লুপ্ত হতে বসেছে। এবার ধিমাল, রাভা, মেচ, গোর্খা, টোটোদের ইতিহাস, সামাজিক ও সংস্কৃতি তুলে ধরবে সেই জনজাতির মানুষই। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে এই প্রদর্শনীতে যোগদান করবেন তাঁরা। উত্তরবঙ্গ মানেই চায়ের অজানা অনেক কথা। তাই চলতি বছরের প্রদর্শনীর আকর্ষণ যে এই ডাকটিকিট হতে পারে তা বলাই যায়। দার্জিলিং হোক বা ডুয়ার্স সেখানের চায়ের অজানা তথ্য জানতে পারা যাবে এই ডাকটিকিটের মাধ্যমে। চায়ের উপর প্রায় দেড়শো ডাকটিকিট এই প্রদর্শনীতে থাকবে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালার তত্ত্বাবধায়ক ডঃ মলয় সাহা বলেন, ‘অনেক কিছুই পড়ুয়ারা বইয়ে পড়ে থাকে। কিন্তু তা চাক্ষুস করার সুযোগ থাকে না। সেই সুযোগই আমরা এই প্রদর্শনীর মাধ্যমে এনে দেব। এছাড়াও সবথেকে বড় সুযোগ থাকছে যাঁরা গবেষণা করতে চান তাঁদের জন্য। এখানে ঐতিহাসিক বিভিন্ন জিনিস দেখে সেখান থেকে ধারণা পেতে পারবে।’

গতবছর শুধু উত্তরবঙ্গের (North Bengal) মানুষই নয়, বিদেশিদেরও নজর কেড়েছিল এই ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী। যেখানে প্রায় ষোলো হাজারের মতো দর্শক প্রদর্শনী দেখতে এসেছিলেন। চলতি বছর সেই সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই পড়ুয়ারা যাতে এই প্রদর্শনী দেখতে আসে সেজন্য স্কুল ও কলেজগুলোতে নিমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। জানা গিয়েছে, এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বিশেষজ্ঞরা হাজির থাকবেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী…

11 mins ago

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায়…

43 mins ago

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও এসটিএফ

শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ…

58 mins ago

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে…

1 hour ago

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির…

2 hours ago

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer…

2 hours ago

This website uses cookies.