Top News

Leopard fear | তন্নতন্ন করে খুঁজেও মেলেনি চিতাবাঘের অস্তিত্ব, তবুও কাটল না আতঙ্ক ডিজেল কলোনিতে

শিলিগুড়িঃ দেখা মিলেছে দুটি চিতাবাঘের (Leopard Fear) শাবকের। রবিবার সন্ধ্যায় এমন খবর চাউর হতে আতঙ্কিত হয়ে পড়েন ১ নম্বর ওয়ার্ডের ডিজেল কলোনির বাসিন্দারা। এলাকার লোকজনের বক্তব্য, শাবক যখন দেখা গিয়েছে, তখন চিতাবাঘও ঘাপটি মেরে রয়েছে এলাকায়। স্থানীয়দের মারফৎ খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা। স্থানীয়রা দাবি করেন এলাকায় খাঁচা পাতার। সোমবার সকাল হতেই এলাকায় শুরু হয় চিতাবাঘের খোজ। কিন্তু সেখানে চিতাবাঘের হদিশ না পেয়ে এলাকা ছেড়েছেন বনকর্মীরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেহেতু চিতাবাঘ বা চিতাবাঘের পায়ের ছাপ পাওয়া যায়নি, তাই এখনই খাঁচা পাতবে না বনদপ্তর।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ জানুয়ারি এই এলাকায় একটি চিতাবাঘের সন্ধান পাওয়া যায়। একটি ভিডিও দেখার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে খাঁচা পেতেছিল বন দপ্তর। দুদিনের ব্যবধানে একটি চিতাবাঘ খাঁচা বন্দী হয়েছিল। রবিবার রাত থেকে ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ায় একই এলাকায়। এদিন সন্ধ্যে ৬টা নাগাদ ওল্ড মাটিগাড়া রোডের ধারে দুটি চিতাবাঘ শাবককে দেখতে পায় বলে দাবি করে ওখানে খেলতে থাকা কিছু ছেলে। তাঁদের অনেকের দাবি, পর পর দুটি শাবককে দেখা গিয়েছে রাস্তা ধরে হেঁটে ডিজেল শেডের ঝোপের মধ্যে ঢুকে যেতে। এখানে থাকা রেললাইনের ধারে যথেষ্ট ঝোপ-জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে চিতাবাঘ থাকতে পারে বলে অনেকের বক্তব্য। স্থানীয় কাউন্সিলার তৃণমূলের সঞ্জয় পাঠক বলেন, ‘এবার কেউ ভিডিও করেনি। কিন্তু দুই-তিনজন চিতাবাঘের শাবক দেখেছেন বলে দাবি করেছেন। যেহেতু একবার চিতাবাঘ পাওয়া গিয়েছিল। তাই বিষয়টি হালকা ভাবে নিচ্ছি না। বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।’ এদিন রাতে টর্চ এবং লাঠি হাতে স্থানীয়রা চিতাবাঘ এবং শাবকের খোঁজ করেছেন ডিলেল শেড সংলগ্ন এলাকায়। পাশাপাশি বন দপ্তরের সারুগারা রেঞ্জের একটি দল এলাকায় তল্লাশি চালায়। তবে চিতাবাঘ বা শাবকের দেখা পায়নি তাঁরা।

সোমবার সকালেও ডিজেল শেডের জঙ্গল ও জঙ্গল সংলগ্ন এলাকায় চিতাবাঘের তল্লাশি চালিয়েছেন রেঞ্জার প্রিয়া তামাংয়ের নেতৃত্বে বনকর্মীদের একটি দল। সেখানে ড্রোন উড়িয়ে ঝোপঝাড়ে চিতাবাঘের খোঁজ চালায় বনকর্মীরা। ফাটানো হয় পটকা। তা সত্ত্বেও সেখানে চিতাবাঘ থাকার কোন প্রমান মেলেনি। সেই কারণেই এই মুহূর্তে সেখানে খাঁচা পাতা হবে না বলে জানিয়ে দিয়েছে বনদপ্তর। তন্নতন্ন করে খুঁজে চিতাবাঘের অস্তিত্ব না পেলেও এখনও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Indian Student | মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মার্কিন মুলুকে মৃত ভারতীয় পড়ুয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে(US) মৃত্যু হল ভারতীয় এক পড়ুয়ার(Indian Student)। নিউ ইয়র্কে…

8 mins ago

CM Mamata Banerjee | দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই ওবিসি শংসাপত্র বাতিল, তোপ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‌‘মুসলিমদের সঙ্গে তফশিলিদের দাঙ্গা লাগাতেই ওবিসি (OBC Certificate) সার্টিফিকেট বাতিল করে…

28 mins ago

Mahendra Singh Dhoni | আগামী বছর আইপিএলে কি দেখা যাবে ধোনিকে, কী জানালেন চেন্নাই কর্তা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী বছর আইপিএলে (IPL) কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে…

32 mins ago

OBC Certificate | ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের, শুরু প্রস্তুতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে ওবিসি শংসাপত্র। সেই রায়কে চ্যালেঞ্চ জানিয়ে…

38 mins ago

Jharkhand | মর্মান্তিক! কুয়ো খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুয়ো (Well) খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের।…

50 mins ago

Narendra Modi | ‘পাকিস্তানের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ আমি’, কেন এমন মন্তব্য মোদির?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের (Pakistan) সবচেয়ে বড় মাথাব্যথার কারণ আমি।’ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে…

55 mins ago

This website uses cookies.