Friday, May 17, 2024
HomeBreaking Newsশিলিগুড়িতেও বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, বিস্তর জল্পনা শহরজুড়ে   

শিলিগুড়িতেও বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, বিস্তর জল্পনা শহরজুড়ে   

শিলিগুড়িঃ বাংলায় বিকল্প রাজনীতি। গোটা রাজ্যজুড়ে “বাংলায় বিকল্প রাজনীতির” পোস্টারে তোলপাড় বঙ্গ রাজনীতি। বছরের শেষ দিনে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ছেয়ে যায় এমন পোস্টারে। এবার সেই পোস্টারে ছেয়ে গেল শিলিগুড়ি। এই পোস্টারে নেই কোনও সংগঠন বা রাজনৈতিক দলের নাম। ফলে স্বভাবতই এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহল তো বটেই, আম জনতার মধ্যেও হইচই পড়ে গিয়েছে। কে বা কারা এমন পোস্টার সাঁটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে সরগরম বাংলার রাজনীতি। তার মধ্যেই শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় দেখা গেল রহস্যজনক পোস্টার। রাজ্যে বিকল্প রাজনীতির দাবি জানিয়ে পোস্টার, যাতে লেখা রয়েছে, ‘বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি। বাংলায় বিকল্প রাজনীতি। কলকাতা থেকে জেলা, বছরের শেষ দিনে পোস্টার ঘিরে বিস্তর জল্পনা বঙ্গ রাজনীতিতে। নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে যখন সকলে মশগুল, ঠিক সেই সময় ‘রহস্যময়’ ফ্লেক্স ঘিরে শোরগোল পড়েছে শিলিগুড়িতে। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, এভাবে ধোঁয়াশাভরা পোস্টার গুরুত্বহীন। যদি কারও বিকল্প কিছু ভাবনা থাকে তাহলে সামনে এসে বলুন। এসব পোস্টার সেঁটে সাময়িক চর্চার বিষয় হওয়া যায়, বাস্তবে কোনও প্রভাব পড়ে না।”

উল্লেখ্য, রবিবার একই ছবি দেখা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড, কোচবিহার জেলার মাথাভাঙ্গায়। সর্বত্রই তেরঙা কাগজে নীল ও সবুজ রঙে বড় হরফে লেখা ‘বাংলায় বিকল্প রাজনীতি’। যদিও পোস্টারে কারও নাম ছিল না, যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এপ্রিলের শুরুতেই দেশে লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার কারা সাঁটল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে একই ঢঙে পোস্টার পড়েছিল। যদিও সেখানেও কারও নাম ছিল না। বিষয়টি নিয়ে তোলপাড় পড়েছিল রাজনৈতিক মহলে। কাকতালীয়ভাবে সেই ঘটনার পরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

আমেরিকার চোখে ভারতের নির্বাচন

0
শুভঙ্কর মুখোপাধ্যায় বনধোয়ানির জঙ্গলে জন্মদোষে শাস্তিপ্রাপ্ত শিশুটিকে কোলে নিয়ে, চিৎকার করে কাঁদতে কাঁদতে কমলকুমার মজুমদারের ‘মতিলাল পাদরী’ বলেছিলেন, ‘আমি খ্রিস্টান নই গো বাপ’! এরকম...

শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

0
আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন দেব ওরফে লোচা।...

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

0
সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী। আশ্চর্য! যে নয়নাভিরাম দৃশ‍্যে তিস্তা স্থির, শান্ত একটি নদী।...

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

0
রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে রাস্তাটা দেখেছিলেন, তার সঙ্গে এখনকার কোনও মিল নেই। স্বাভাবিক।...

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের...

Most Popular