Sunday, May 19, 2024
HomeTop Newsকুড়মি সমাজের সভাপতি ‘বিক্রি’ হয়েছেন, আদিবাসীদের সতর্ক করে বললেন শুভেন্দু

কুড়মি সমাজের সভাপতি ‘বিক্রি’ হয়েছেন, আদিবাসীদের সতর্ক করে বললেন শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদিবাসী সমাজের জন্য সাবধান বাণী শুভেন্দুর কন্ঠে। বুধবার আদিবাসী দিবসে পশ্চিম মেদিনীপুরের পিংবনীর সভা থেকে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘বিক্রি’ হয়ে গিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। আপনাদের টুপি পরানোর চেষ্টা করছেন। টুপি পরবেন না। আগে রাজেশকে ‘ক্রিমিনাল’ (অপরাধী) বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন সেই রাজেশের সঙ্গে সেলফি! আর রাজেশকেও বলিহারি। গিয়ে মমতার পায়ে পড়েছেন। তবে রাজেশ বিক্রি হতে পারে, কুড়মিরা বিক্রি হওয়ার লোক নয়।’

শুভেন্দু অধিকারীর সভা করা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অনুমতি মেলে শুভেন্দুর সভার ক্ষেত্রে। সভার অনুমতি প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, ‘উনি শুধু একা সভা করবেন। পশ্চিমবঙ্গ যেন ওঁর একার। আপনারা না চিনলেও আমি পিসিকে হাড়ে হাড়ে চিনি। ২১ বছর সঙ্গে ছিলাম। জঙ্গলমহলে ঢোকার রাস্তা খুঁজে পায়নি। কী ভাবে লালগড় যেতে হয় সেই রাস্তাটাও জানত না। ২০০৯ এ আমি রাস্তা চিনিয়েছিলাম।’ এদিন সরকারের পক্ষ থেকে দেওয়া লক্ষাধিক ভুয়ো এসসি-এসটি শংসাপত্র তৈরির অভিযোগ করেছেন শুভেন্দু।

শুভেন্দুর বক্তব্যের পর রাজেশ মাহাতো বলেন, ‘মাইনলে (মানলে) শিব, নাহিলে (না হলে) পাথর। শিরদাঁড়া বিক্রি নাই’। পাশাপাশি তিনি এও জানান,‘কোনও রাজনৈতিক দলকে কুড়মি নির্দল প্রার্থীরা সহযোগিতা করবেন না। রাজনৈতিক দলগুলির উদারতা থাকলে তারা কুড়মি প্রার্থীদের সমর্থন করুক।’
উল্লেখ্য, তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্য প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে ভাঙচুরের ঘটনায় যে কুড়েমি নেতারা গ্রেপ্তার হন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজেশ মাহতো। আপাতত তিনি জামিনে মুক্ত। মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজেশ, এমনকি একসঙ্গে সেলফিও তোলেন। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে প্রধান দুই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে বদলেছে সমীকরণ। তাই রাজেশের এই পরিবর্তনও নতুন কিছু নয় বলেই মত রাজনৈতিক মহলের।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
পুলিশ প্রশাসনের নাকের ডগায় এয়ারভিউ মোর সংলগ্ন মহানন্দা সেতুর নিচেই দিনে দুপুরে চলছে জুয়ার আসর। অভিযোগ, প্রতিদিনই সকাল থেকে মহানন্দা সেতুর নিচের এই জায়গায়...

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি নিগমের জল সরবরাহ বিভাগ। কিন্তু এই বৃষ্টিতে...

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন ঢেউয়ে সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন...

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

0
কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র (Health Care Centre)। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও চালু...

Most Popular