Friday, May 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গইনজেকশনের দামই সাড়ে সতেরো কোটি! বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত বালুরঘাটের...

ইনজেকশনের দামই সাড়ে সতেরো কোটি! বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত বালুরঘাটের শিশু

বালুরঘাট: নয় মাস বয়সী শিশুর শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ। যার চিকিৎসা এদেশে নেই বললেই চলে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশ থেকে আমদানি করা একটি ইনজেকশন দেওয়া গেলে সুস্থ হয়ে যেতে পারে সপ্তর্ষি। আর এই ইনজেকশনের জন্য প্রয়োজন সাড়ে সতেরো কোটি টাকা। যার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সপ্তর্ষির পরিবার। তবে এত তাড়াতাড়ি হাল ছাড়তে চাইছেন না সেনাকর্মীর পরিবারটি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে যেমন সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা পাশাপাশি সামাজিক মাধ্যমেও ছেলের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছেন। আগামী দিনে প্রশাসন ও বিধায়ক, সাংসদের কাছেও সাহায্যের আবেদন জানাবেন বলে সপ্তর্ষির পরিবারের তরফে জানানো হয়েছে।

বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকার বাসিন্দা পেশায় সেনাকর্মী ধ্রুব মণ্ডল ও স্ত্রী সঙ্গীতার একমাত্র ছেলে সপ্তর্ষি মণ্ডল। জন্মের নয় মাস পরেও আর পাঁচটা শিশুর মত সুস্থ ও স্বাভাবিক নয় সপ্তর্ষি। এই বয়সে অন্য শিশুরা নিজে বসতে পারে, হামাগুড়ি দেয়, উপুড় হতে পারে। কিন্তু বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে সপ্তর্ষি এই সব কিছুই করতে পারে না। আর পাঁচটা বাচ্চার মত স্বাভাবিক নয় সপ্তর্ষি। বিষয়টি কয়েক মাস আগে নজরে আসে পরিবারে। এরপর এপ্রিল মাসে বালুরঘাটের শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে শিশুর জিনগত সমীক্ষা করানো হয়। যেখানেই সামনে আসে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগের লক্ষণ। বিরল এই রোগের কথা শুনতেই আঁতকে ওঠেন পরিবারের লোকেরা। ঘটনা সঠিক কি না তা জানতে কলকাতা এবং দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় সপ্তর্ষিকে। সেখানেও পরীক্ষা নিরীক্ষার পর একই রোগের কথা জানান চিকিৎসকরা।

শুধু তাই নয়, দু থেকে আড়াই বছরের মধ্যে এর সঠিক চিকিৎসা না হলে সপ্তর্ষিকে আর বাঁচানো সম্ভব হবে না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামের এই মারণরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই রোগের চিকিৎসার জন্য একটিমাত্র ইনজেকশন রয়েছে। যা আমাদের দেশে পাওয়া যায় না। বিদেশ থেকে আনতে হয়। যার দাম প্রায় সাড়ে সতেরো কোটি টাকা। যা জানার পরেই কার্যত ভেঙে পড়েছেন অসহায় ওই শিশুর পরিবার। এবিষয়ে শিশুর মা সঙ্গীতা মণ্ডল বলেন, ‘বেশ কয়েক মাস থেকে লক্ষ্য করছিলাম ছেলের ভেতর ভেতর কোনও সমস্যা হচ্ছে। তা না হলে এই বয়সে অন্য শিশুরা একা একা অনেক কিছু করতে পারে৷ যা আমার ছেলে পারত না। ছেলের চিকিৎসার এই টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সকলে একটু একটু করে এগিয়ে আসলে আমার ছেলের চিকিৎসা করাতে পারতাম। আমরা সামাজিক মাধ্যমেও সাহায্য প্রার্থনা করেছি।’ এবিষয়ে প্রতিবেশী উদয় শঙ্কর সরকার বলেন, ‘আড়াই বছরের মধ্যে এই ইনজেকশন দিতে হয়। তা না হলে কিছু আর সম্ভব নয়। এই ইনজেকশন বিদেশ থেকে পাওয়া যায়। বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সপ্তর্ষি নতুন জীবন ফিরে পাবে।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘আদিবাসীদের অধিকার কেড়ে নিতে দেব না’, বাম-বিজেপিকে নিশানা করে হুংকার মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যতদিন আমি রয়েছি, ততদিন আদিবাসীদের কোনও অধিকার কেড়ে নিতে দেব না।’ জঙ্গলমহল প্রসঙ্গে বাম ও বিজেপিকে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী...

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাক্ষাৎকারও দিয়েছেন সামান্য কিছুই। কিন্তু সাংবাদিক সম্মেলন...

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Most Popular