Top News

Narendra Modi | রেখাকে ফোন নমোর, ‘আপনি শক্তিস্বরূপা’ বললেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। এর পরই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে সন্দেশখালিতে। এই ঘটনার পর দিনই বিজেপি প্রার্থীর মোবাইলে ফোন আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রেখাকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেছেন নমো। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় মিনিট পনেরো কথা বললেন রেখা। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে মোদিকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন রেখা। বসিরহাটের বিজেপির প্রার্থী এদিন আশির্বাদ চেয়ে নেন নরেন্দ্র মোদির কাছে।

সন্দেশখালি নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। বসিরহাটে সভা করতে এসে মোদির সঙ্গে সাক্ষাৎ হয় রেখা পাত্রের। রবিবার রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকা ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদির ফোন আসে রেখা পাত্রের মোবাইলে। টানা ১৫ মিনিট কথা হয় মোদি-রেখার। দুজনের কথপকথনের অডিও এদিন সরাসরি সম্প্রচারিত হয়েছে। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। কী কথা হয়েছে দুজনের?

রেখার কাছে এদিন প্রধানমন্ত্রী জানতে চান, লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করার পর কেমন সাড়া পেয়েছেন তিনি? জবাবে রেখা বলেন, প্রচারে বেরিয়ে আমি ভাল সাড়া পাচ্ছি। অনেকেই আমার পাশে রয়েছেন। খোলাখুলি সমর্থন করছেন। তৃণমূলের যে সব মা বোনেরা শুরুতে আমার প্রার্থী হওয়া নিয়ে আপত্তি করছিলেন, তাঁরাও আজ ভুল স্বীকার করে এখন সমর্থনের কথা বলছেন। আমি চাই সবার ভাল হোক।

রেখার এই বক্তব্য শুনে খুশি হন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মোদি বলেন, ‘আপনার মধ্যে এক জন জনপ্রতিনিধি হয়ে ওঠার সব গুণ দেখতে পাচ্ছি। আপনি শুধু বিজেপির সমর্থকদের কথা ভাবছেন না। আপনার যাঁরা বিরোধী তাঁদেরও ভাল চাইছেন। এই উদারতা একজন জনপ্রতিনিধির মধ্যে থাকা অত্যন্ত জরুরী। আমি আশা করছি আপনাকে দিল্লিতে দেখতে পাব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে মোদিকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা। মোদির আশীর্বাদ চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “রেখাজি আপনিই শক্তি, আপনিই দুর্গা। বাংলায় শক্তির আরাধনা হয়। আপনিই সেই শক্তি। কত বড় সাহস আপনি দেখিয়েছেন, জানেন না। আপনার কারণেই এক দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। গোটা দেশ আপনার জন্য গর্ব করছে। আপনার মতো মা বোনের হাত আমার মাথায় রয়েছে। নইলে আমি একা তো কিছুই নই”।

এদিন ফোনে কথা বলার সময়ই প্রধানমন্ত্রীর কাছে রেখা অভিযোগ করে বলেন, ২০১১ সাল থেকে সন্দেশখালিতে তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। তাঁদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনব। গোটা দেশের স্বচ্ছ ও অবাধ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। আশা করব নির্বাচন কমিশন বসিরহাটে অবাধ নির্বাচন সুনিশ্চিত করবে।

একজন প্রার্থীকে দলের সেনাপতির ফোন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল খুঁজতে শুরু করে দিয়েছে উদ্দেশ্য-বিধেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সন্দেশখালির এক নির্যাতিতাকে বসিরহাটে প্রার্থী করা এবং তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথোপকথনের পুরোটাই কৌশলগত। তাঁদের মতে, সন্দেশখালিকে সামনে রেখে বাংলার গ্রাম-গঞ্জে মহিলা ভোটকে নিজেদের অনুকূলে টানতে চাইছেন মোদি-শা। পাশাপাশি, শুধু বসিরহাটই নয়, গোটা দেশকেও দেখাতে বিজেপি দেখাতে চাইছে মহিলাদের ক্ষমতায়নে তাঁরা কতটা আগ্রহী। এটা বিজেপির একটা বড় কৌশল।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Yogi Adityanath | বদল হতে চলেছে আকবরপুরের নামও! যোগীর মন্তব্যে ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন…

14 mins ago

Kedarnath temple | ৬ মাস পর অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলল কেদারনাথ মন্দির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলল কেদারনাথ মন্দিরের (Kedarnath temple) দরজা। শুক্রবার…

22 mins ago

Abhishek Banerjee | অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়ন জমা দিলেন অভিষেক, লক্ষ্য জয়ের হাটট্রিক!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনোনয়ন (Nomination) জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek…

29 mins ago

Maynaguri | চলাফেরার ক্ষমতা নেই, অদম্য জেদে ভাওয়াইয়া গান গেয়েই দিন গুজরান নেপালি

ময়নাগুড়ি: ছোটবেলাতেই দুটো পায়ে, চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। তবুও অদম্য জেদে বেঁচে থাকার লড়াইয়ে শামিল হয়েছেন…

50 mins ago

Boats capsized in bay of bengal | বঙ্গোপসাগরে প্রায় ৩০টি নুনবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ ৭০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে প্রায় ৩০টি নুনবোঝাই ট্রলার ডুবে (Boats capsized in bay of…

1 hour ago

ময়দা দিয়ে শুধু ত্বক নয়, ঝকঝকে হবে ঘরও! রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝটপট মুখে জেল্লা আনতে, রোদে পোড়া ত্বক দূর করতে দারুণ কাজ…

1 hour ago

This website uses cookies.