Saturday, April 27, 2024
HomeTop NewsNarendra Modi | রেখাকে ফোন নমোর, ‘আপনি শক্তিস্বরূপা’ বললেন প্রধানমন্ত্রী

Narendra Modi | রেখাকে ফোন নমোর, ‘আপনি শক্তিস্বরূপা’ বললেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। এর পরই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে সন্দেশখালিতে। এই ঘটনার পর দিনই বিজেপি প্রার্থীর মোবাইলে ফোন আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রেখাকে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেছেন নমো। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় মিনিট পনেরো কথা বললেন রেখা। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে মোদিকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন রেখা। বসিরহাটের বিজেপির প্রার্থী এদিন আশির্বাদ চেয়ে নেন নরেন্দ্র মোদির কাছে।

সন্দেশখালি নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। বসিরহাটে সভা করতে এসে মোদির সঙ্গে সাক্ষাৎ হয় রেখা পাত্রের। রবিবার রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকা ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদির ফোন আসে রেখা পাত্রের মোবাইলে। টানা ১৫ মিনিট কথা হয় মোদি-রেখার। দুজনের কথপকথনের অডিও এদিন সরাসরি সম্প্রচারিত হয়েছে। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। কী কথা হয়েছে দুজনের?

রেখার কাছে এদিন প্রধানমন্ত্রী জানতে চান, লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করার পর কেমন সাড়া পেয়েছেন তিনি? জবাবে রেখা বলেন, প্রচারে বেরিয়ে আমি ভাল সাড়া পাচ্ছি। অনেকেই আমার পাশে রয়েছেন। খোলাখুলি সমর্থন করছেন। তৃণমূলের যে সব মা বোনেরা শুরুতে আমার প্রার্থী হওয়া নিয়ে আপত্তি করছিলেন, তাঁরাও আজ ভুল স্বীকার করে এখন সমর্থনের কথা বলছেন। আমি চাই সবার ভাল হোক।

রেখার এই বক্তব্য শুনে খুশি হন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মোদি বলেন, ‘আপনার মধ্যে এক জন জনপ্রতিনিধি হয়ে ওঠার সব গুণ দেখতে পাচ্ছি। আপনি শুধু বিজেপির সমর্থকদের কথা ভাবছেন না। আপনার যাঁরা বিরোধী তাঁদেরও ভাল চাইছেন। এই উদারতা একজন জনপ্রতিনিধির মধ্যে থাকা অত্যন্ত জরুরী। আমি আশা করছি আপনাকে দিল্লিতে দেখতে পাব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে মোদিকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা। মোদির আশীর্বাদ চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “রেখাজি আপনিই শক্তি, আপনিই দুর্গা। বাংলায় শক্তির আরাধনা হয়। আপনিই সেই শক্তি। কত বড় সাহস আপনি দেখিয়েছেন, জানেন না। আপনার কারণেই এক দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। গোটা দেশ আপনার জন্য গর্ব করছে। আপনার মতো মা বোনের হাত আমার মাথায় রয়েছে। নইলে আমি একা তো কিছুই নই”।

এদিন ফোনে কথা বলার সময়ই প্রধানমন্ত্রীর কাছে রেখা অভিযোগ করে বলেন, ২০১১ সাল থেকে সন্দেশখালিতে তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। তাঁদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনব। গোটা দেশের স্বচ্ছ ও অবাধ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। আশা করব নির্বাচন কমিশন বসিরহাটে অবাধ নির্বাচন সুনিশ্চিত করবে।

একজন প্রার্থীকে দলের সেনাপতির ফোন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল খুঁজতে শুরু করে দিয়েছে উদ্দেশ্য-বিধেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সন্দেশখালির এক নির্যাতিতাকে বসিরহাটে প্রার্থী করা এবং তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথোপকথনের পুরোটাই কৌশলগত। তাঁদের মতে, সন্দেশখালিকে সামনে রেখে বাংলার গ্রাম-গঞ্জে মহিলা ভোটকে নিজেদের অনুকূলে টানতে চাইছেন মোদি-শা। পাশাপাশি, শুধু বসিরহাটই নয়, গোটা দেশকেও দেখাতে বিজেপি দেখাতে চাইছে মহিলাদের ক্ষমতায়নে তাঁরা কতটা আগ্রহী। এটা বিজেপির একটা বড় কৌশল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Firhad Hakim | ‘ধর্মের নামে দেশে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি’, মালদায় তোপ ফিরহাদের

0
মুরতুজ আলম, সামসী: ‘ধর্মের নামে দেশে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি।’ মালদায় নির্বাচনি প্রচারে এসে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad...
Bison attack in Ramthenga locality

Bison | রামঠেঙ্গার লোকালয়ে জোড়া বাইসনের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জমি

0
ঘোকসাডাঙ্গা: শনিবার আচমকাই লোকালয়ে হামলা চালালো দুটি বাইসন(Bison)। তবে বাইসনের হামলায় হতাহত না হলেও জমির আংশিক ক্ষতি হয়েছে। মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জার সুদীপ দাস বলেন,...

Teen Dies By Suicide | মাকে মারধর করেন মাদকাসক্ত বাবা, হতাশায় আত্মঘাতী কিশোরী!

0
খারগোন (মধ্যপ্রদেশ): মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। শুক্রবার মধ্যপ্রদেশের...

Lunar South Pole | চাঁদের দক্ষিণ মেরুতে আস্ত গবেষণাগার! ইতিহাস গড়ার লক্ষ্যে কোন দেশ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে (Lunar south pole) তৈরি হবে আস্ত গবেষণাগার (Research station)! ঠিক এমনই পরিকল্পনা করেছে চিন (China)। জানা গিয়েছে,...

WFI । নির্বাসনের ছায়া ঘনাচ্ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর, সাবধান করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা(UWW) আবারও নির্বাসিত করতে পারে বলে সতর্ক করল ভারতীয় কুস্তি ফেডারেশনকে(WFI)। যার জেরে সমস্যায় পড়তে পারে...

Most Popular