কোচবিহার

সৃষ্টিরহস্য জানতে সার্নের সহযোগী সদস্য হলেন পিবিইউয়ের অধ্যাপক

দেবদর্শন চন্দ, কোচবিহার : যাঁরা বিজ্ঞানের নানা খোঁজখবর রাখেন, ‘সার্ন’ শব্দটি তাঁদের কাছে খুবই পরিচিত। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সংক্ষেপে সার্ন) নামে জেনেভার এই সংস্থাটি পার্টিকল ফিজিক্স নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছে। এই সংস্থারই অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রোজেক্ট হল ‘এ লার্জ আয়ন কোলাইডার এক্সপেরিমেন্ট (সংক্ষেপে অ্যালিস)’। পৃথিবীর সৃষ্টিরহস্য জানার লক্ষ্যে দেশ-বিদেশের তাবড় বিজ্ঞানীরা অত্যন্ত গুরত্বপূর্ণ এই প্রোজেক্টে যুক্ত। এবারে এতে উত্তরবঙ্গও জুড়ে গেল।

অ্যালিস-ইন্ডিয়া গ্রুপের সহযোগী সদস্য হিসেবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (পিবিইউ) পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ প্রবীরকুমার হালদারকে বেছে নেওয়া হয়েছে। একদিকে প্রবীর নিজে যেমন এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন, অন্যদিকে তাঁর অধীনে থাকা গবেষকরা এবার থেকে সার্নে গিয়ে গবেষণার সুযোগ পাবেন। বিশ্বপ্রসিদ্ধ এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ মেলাটা উত্তরবঙ্গের সামনে একটি নতুন দিগন্তের উন্মোচন বলেই মনে করা হচ্ছে। খবর ছড়াতেই গোটা উত্তরবঙ্গে খুশির হাওয়া। উচ্ছ্বসিত প্রবীরও, ‘আশা করছি, পৃথিবীর সৃষ্টিরহস্য সন্ধানে সার্নের সঙ্গে যে ভারতীয় দলগুলি যুক্ত, তাদের সঙ্গে যুক্ত হয়ে পিবিইউ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ পিবিইউয়ের রেজিস্ট্রার ডঃ আব্দুল কাদের সাফেলি বললেন, ‘পশ্চিমবঙ্গের হাতেগোনা দু’একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাই অ্যালিস-ইন্ডিয়া গ্রুপের সহযোগী সদস্য হতে পেরেছে। এবারে আমরাও এতে জুড়ে গেলাম। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।’

পদার্থবিদ্যা নিয়ে অধ্যাপনার পাশাপাশি প্রবীর প্রতিনিয়তই বিজ্ঞানের নানা বিষয় নিয়ে চর্চা করেন। সার্নের বিষয়ে বহুদিন আগে থেকে জানতেন। আরও জানতে এবিষয়ে গভীর চর্চা শুরু করেন। বহুদিন ধরেই এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। এই লক্ষ্যে মাসখানেক আগে সার্ন কর্তৃপক্ষের কাছে একটি গবেষণা প্রস্তাব দাখিল করেন। সেটি নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ে আয়োজিত অ্যালিস-ইন্ডিয়ার কোলাবোরেশন বোর্ডের সভায় আলোচনা হয়। মনের ভিতর সুপ্ত ইচ্ছেটা হয়তো কোনও একদিন পূর্ণ হবে বলে প্রবীর ভেবেছিলেন কিন্তু তা যে এত তাড়াতাড়ি হবে ভাবতে পারেননি। প্রবীর বললেন, ‘সার্নের তরফে আমার গবেষণা প্রস্তাবটির বিষয়ে যে এত তাড়াতাড়ি জবাব আসতে পারে সে বিষয়ে কোনও ধারণা ছিল না। আমার ওই গবেষণা প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে অ্যালিস-ইন্ডিয়া কোলাবোরেশনের মুখপাত্র ও ভারত সরকারের গবেষণা সংস্থা ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের (ভিইসিসি) প্রসিদ্ধ বিজ্ঞানী ডঃ জুবায়ের আহমেদ তাঁর সম্মতিপত্র পাঠিয়ে আমাকে জানিয়েছেন।’

সার্নের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার বিষয়টি কীভাবে উত্তরবঙ্গের গবেষকদের কাছে নতুন দরজা খুলে দেবে? প্রবীর বললেন, ‘সার্নের সহযোগী সংস্থার সঙ্গে যুক্ত হওয়াটা পিবিইউয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সার্নের পরীক্ষাগারে গিয়ে হাতেকলমে উচ্চশক্তি সমন্বিত কণাবিজ্ঞানে গবেষণার সুযোগ পাবে।’ গবেষণা প্রস্তাবটির বিষয়ে পড়ুয়া-গবেষক আজাহারউদ্দিন আহম্মেদ, শুভদীপ পাল ও টুম্পা বিশ্বাস তাঁকে সহযোগিতা করায় প্রবীর তাঁদের কাছে আক্ষরিক অর্থেই কৃতজ্ঞ। তবে পিবিইউয়ে বর্তমানে উপাচার্যের অনুপস্থিতির কারণে গোটা বিষয়টিতে কিছুটা সমস্যা হতে পারে বলে তাঁর আশঙ্কা। সবকিছু অবশ্য ভালোয় ভালোয় মিটবে বলেই সহকর্মীরা তাঁকে আশ্বস্ত করেছেন।

Sourav Roy

Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Recent Posts

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

27 mins ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

1 hour ago

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম…

1 hour ago

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল,…

1 hour ago

Himanta Biswa Sarma | ‘বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের’, দাবি হিমন্তের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন…

2 hours ago

Weather Report | ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা নেমেছিল কিছুটা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল…

3 hours ago

This website uses cookies.